• প্রকাশিত : ২০২২-০৪-২৯
  • ৫৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভারতের পররাষ্ট্র মন্ত্রী ড. এস. জয়শংকর বাংলাদেশে ১৮ ঘন্টার ঝটিকা সফর শেষে আজ সকালে ভূটানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।
আজ সকাল সাড়ে আটটায় বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধু কুর্মিটোলা থেকে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে ভারতের পররাষ্ট্র মন্ত্রী ভূটানের উদ্দেশে যাত্রা করেন। এ সময় ঘাঁটি বঙ্গবন্ধুতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন তাকে বিদায় জানান। এ সময় বিমান বাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকায় ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী উপস্থিত ছিলেন।
জয়শংকর বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশে আসেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন।
সফরকালে জয়শংকর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে কোন সুবিধাজনক সময়ে ভারত সফর করার জন্য সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি আমন্ত্রণ পত্র শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন।
জয়শংকর বলেন,তার এই সফরের লক্ষ্য হচ্ছে নয়াদিল্লী এবং ঢাকার মধ্যে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে দ্বিপাক্ষিক অগ্রগতি আরো জোরদার হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat