আগামী ২৯ জুন গল-এ শুরু হওয়া শ্রীলংকা-অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট ম্যাচটি স্পিন কিংবদন্তী শেন ওয়ার্নের নামে উৎসর্গ করা হবে। দুই ম্যাচ সিরিজের গল টেস্টটি অস্ট্রেলিয়ার প্রয়াত কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নারের নামে উৎসর্গ করবে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি) এবং দেশটির পর্যটন ও ক্রীড়া মন্ত্রনালয়। ওয়ার্নারের নামে উৎসর্গ করতেই গল-এ ম্যাচ আয়োজনের ব্যবস্থা নেয় তারা।
শ্রীলংকার পর্যটন মন্ত্রী হারিন ফার্নান্দো জানান, অস্ট্রেলিয়ান ক্রিকেটের সিইও নিশ্চিত করেছেন, ঐ ম্যাচে ওয়ার্নারের পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন।
তিন ম্যাচের টি-টোয়েন্টি ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে শ্রীলংকা ও অস্ট্রেলিয়া। গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ায়ামে ২৯ জুন থেকে শুরু হয়ে ৩ জুলাই পর্যন্ত চলবে শ্রীলংকা ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট।
গত ৪ মার্চ হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে মারা যান ওয়ার্ন।
Managing Director : Md. Abul Barkot Serniabat,
Office Address: 560/1(3rd floor), Kazipara, Mirpur, Dhaka. Web: www.royaltvchannel.com. Mobile: +88 01711351581, E-mail: royaltvchannel09@gmail.com.