চট্টগ্রামে সড়কে ও সাগরে ঝরে গেছে দু’টি তাজা প্রাণ। সীতাকুন্ডে লরি চাপায় এক নারী এবং বাঁশখালীতে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে।
সীতাকু- থানা সূত্র জানায়, আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে বাড়বকু- বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরির ধাক্কায় রিংকু ফারুকী (৩৬) নামে এক নারী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বাড়বকু- এলাকার রোকন চক্রবর্তীর স্ত্রী। পরিবারের লোকজন মরদেহ বাড়িতে নিয়ে গেছে।
এদিকে আজ রোববার সকালে বাঁশখালীতে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দিনার আলী (২৪) নামে এক যুবক মারা গেছে।
স্থানীয়রা জানান, দিনার আলীসহ ৫ জন আজ সকালে ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। এ সময় বজ্রপাতের শিকার হয়ে ট্রলারের মাঝি দিনার আলী ঘটনাস্থলে মারা যান। বজ্রপাতে দিনারের শরীরের অর্ধাংশ ঝলসে গেলেও অন্যদের তেমন ক্ষতি হয়নি। ঘটনাস্থল থেকে তার মরদেহ সহকর্মী জেলেরা বাড়িতে নিয়ে আসে।
নিহত দিনার উপজেলার গ-ামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা ৪ নম্বর ওয়ার্ড এলাকার মাওলানা রৌশন আলী বাড়ির বীর মুক্তিযোদ্ধা মরহুম কাশেম আলীর পুত্র। দিনারের ৩ মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
Managing Director : Md. Abul Barkot Serniabat,
Office Address: 560/1(3rd floor), Kazipara, Mirpur, Dhaka. Web: www.royaltvchannel.com. Mobile: +88 01711351581, E-mail: royaltvchannel09@gmail.com.