ব্রেকিং নিউজ :
স্বাধীনতা আন্দোলনের পেছনে অন্যতম কারণ ছিল অর্থনৈতিক মুক্তি : শিল্পমন্ত্রী ভুটানের রাজাকে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরে বিজিবির রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী তথ্য কমিশন বাংলাদেশ ৬টি অভিযোগের নিষ্পত্তি করেছে কৃষকের দামে তরমুজ বিক্রির কার্যক্রম পরিদর্শন কৃষিমন্ত্রীর অবন্তিকার আত্মহত্যায় প্ররোচনা : জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন নামঞ্জুর উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন : পরিবেশমন্ত্রী কুল চেইন উন্নয়নের জন্য সমন্বিত নীতির বাস্তবায়ন চান শিল্প উদ্যোক্তারা স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্নি চিকিৎসকদের কর্মবিরতি আন্দোলন প্রত্যাহার চীনের সঙ্গে এফটিএ করতে সম্ভাব্যতা সমীক্ষা প্রতিবেদন বিনিময়
  • প্রকাশিত : ২০২২-০৫-২২
  • ২৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সরকারী হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় বিভিন্ন মন্ত্রণালয়সহ স্বায়ত্তশাসিত সরকারি ২৮টি প্রতিষ্ঠানের বার্ষিক হিসাবে আনীত অডিট আপত্তি বিশ্লেষন করে যথাযত ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
কমিটি সদস্য মোঃ আব্দুস শহীদের সভাপতিত্বে আজ সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেয়া হয়।
কমিটির সদস্য আবুল কালাম আজাদ,মোঃ আফছারুল আমীন, র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী, মনজুর হোসেন, মুস্তফা লুৎফুল্লাহ, বেগম ওয়াসিকা আয়শা খান এবং মোঃ জাহিদুর রহমান সভায় অংশগ্রহণ করেন।
সভায় বাণিজ্যিক অডিট অধিদপ্তর বিভিন্ন মন্ত্রণালয়সহ স্বায়ত্তশাসিত সরকারি (বাণিজ্যিক, প্রতিযোগিতামূলক, সেবামূলক) ২৮টি প্রতিষ্ঠানের বার্ষিক হিসাব প্রনয়ণের উপর ইস্যুভিত্তিক বিশেষ অডিট রিপোর্ট ২০১০-২০১১ অর্থ বছরের হিসাব সম্পর্কে আনীত অডিট আপত্তি নিয়ে আলোচনা করা হয়। মন্ত্রণালয়গুলোর মধ্যে রয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ , নৌ-পরিবহণ, তথ্য , যোগাযোগ, শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত, অর্থ, পানি সম্পদ, কৃষি , পরিবেশ ও বন , বস্ত্র ও পাট, বাণিজ্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন রাষ্ট্রায়ত্ত কর্পোরেশন, কোম্পানি, স্বায়ত্তশাসিত সরকারি প্রতিষ্ঠান। এসব মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের বার্ষিক হিসাব প্রনয়ণের উপর ইস্যুভিত্তিক বিশেষ অডিট রিপোর্ট বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেলের বার্ষিক অডিট রিপোর্ট ২০১২-২০১৩ এ অন্তর্ভুক্ত অডিট আপত্তির ১১টি অনুচ্ছেদ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বাণিজ্যিক অডিট অধিদপ্তর (বর্তমানে কৃষি ও পরিবেশ অডিট অধিদপ্তর এবং বাণিজ্যিক অডিট অধিদপ্তর) কর্তৃক মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় এর আওতাধীন প্রাণীসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন ও বাংলাদেশ জুট মিল কর্পোরেশনের নিয়ন্ত্রনাধীন প্রতিষ্ঠানসমূহ ২০১৩-২০১৪ অর্থবছরের হিসাব সম্পর্কিত বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেলের বিশেষ অডিট রিপোর্ট ২০১৪-২০১৫ এ অন্তর্ভুক্ত মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয় এর অডিট আপত্তির অনুচ্ছেদ নং - ১ ও ২ বিষয়ে সভায় সাক্ষ্যগ্রহণ করা হয়।
সভায় বাণিজ্যিক অডিট অধিদপ্তর (বর্তমানে কৃষি ও পরিবেশ অডিট অধিদপ্তর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, প্রতিরক্ষা, কৃষি, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও যোগাযোগ মন্ত্রণালয় (১১টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান) এর ২০০৯-২০১০ অর্থবছরের হিসাব সম্পর্কিত বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেলের বিশেষ অডিট রিপোর্ট ২০০৯-২০১০ এ অন্তর্ভুক্ত মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের অডিট আপত্তির অনুচ্ছেদ নং - ১৫ নিয়ে আলোচনা করা হয়।
সভায় কমিটির ৩৫ ও ৬২তম বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
সভায় উত্থাপিত অডিট আপত্তির পর্যালোচনা ও বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, নৌ-পরিবহণ মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন ও বাংলাদেশ জুট মিল কর্পোরেশন এবং মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat