চীনা সেনাবাহিনীর মহড়ায় ‘দূরপাল্লার তাজা গোলাবারুদ নিক্ষেপের ঘোষণার পর এএফপি সাংবাদিকরা বৃহস্পতিবার তাইওয়ান প্রণালীতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে দেখেছেন।
এএফপি’র সাংবাদিকরা কাছে থেকে দুপুর ১ টা ১৩ মিনিটের দিকে আশেপাশের সামরিক স্থাপনা থেকে বিকট শব্দে সাদা ধোঁয়া ছেড়ে আকাশে বেশ কয়েকটি ছোট ক্ষেপণাস্ত্র ছোড়ার দৃশ্য প্রত্যক্ষ করেছেন।
পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) এক বিবৃতিতে বলেছে যে তারা ‘পূর্ব তাইওয়ান প্রণালীর নির্দিষ্ট এলাকায় দূর-পাল্লার তাজা ক্ষেপণাস্ত্রের নির্ভুল হামলা চালিয়েছে, এতে তারা প্রত্যাশিত সাফল্য অর্জন করেছে।’
মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর চীন তাইওয়ান ঘিরে আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্যপথ অবরোধ করে এই বৃহত্তম মহড়া শুরু করেছে।
তাইওয়ানের আশেপাশে একাধিক এলাকায় অনুষ্ঠিত এই মহড়া রবিবার পর্যন্ত চলবে। কোন এলাকায় এই মহড়া তাইওয়ান উপকূলের ২০ কিলোমিটারের (১২ মাইল) মধ্যে অনুষ্ঠিত হচ্ছে।
Managing Director : Md. Abul Barkot Serniabat,
Office Address: 560/1(3rd floor), Kazipara, Mirpur, Dhaka. Web: www.royaltvchannel.com. Mobile: +88 01711351581, E-mail: royaltvchannel09@gmail.com.