ব্রেকিং নিউজ :
রেমিট্যান্স প্রেরণকারীদের স্মার্ট কার্ড প্রদানের সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় স্থায়ী কমিটি এভিয়েশন শিল্পের উন্নয়নে সহযোগিতা করতে চায় যুক্তরাজ্য চতুর্থ শিল্প বিপ্লবের সুফল দিতে সরকার নতুন প্রযুক্তি নিয়ে আসছে : শিক্ষা প্রতিমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের প্রাদেশিক কংগ্রেসের ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ নির্মাণাধীন ভবনে লার্ভা পেলে নির্মাণ কাজ বন্ধ করা হবে : মেয়র তাপস বাংলাদেশে বিনিয়োগ করতে মরিশাসের প্রতি আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কক্সবাজারে ভোটার তালিকায় থাকা রোহিঙ্গাদের তালিকা চেয়ে হাইকোর্ট আদেশ মন্ত্রী-এমপি’র স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের
  • প্রকাশিত : ২০২২-০৯-২৫
  • ৪৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মোঃ হাবিবুর রহমান ,নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর মান্দায় পল্লী বিদ্যুৎ লাইনের গাছপালা সাফ করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন দুই জন শ্রমিক ৷ আজ ২৫ সেপ্টেম্বর রবিবার সকাল থেকেই পল্লী বিদ্যুৎ লাইনের আশেপাশের গাছপালা বেড়ে যাওয়ায় গাছের ডালগুলো ছাটাই করছিলেন বিদ্যুৎ শ্রমিকরা৷ এ সময় ডিস ব্যবসায়ী বাবুল হোসেনের ছেলে রুমান হোসেন তাদের ডিস লাইনের তার ছিড়ে যাওয়ায় এক শ্রমিককে গালিগালজ করতে থাকেন ও একপর্যায়ে তার হাতে থাকা একটি রড দিয়ে বিদ্যুৎ লাইনের শ্রমিক কৃপা চন্দ্র দাস ও বিশ্বজিৎ কে মারধর করে৷ সঙ্গে সঙ্গেই শ্রমিকরা তাদের উর্ধ্বতন কর্মকর্তাকে জানালে পল্লী বিদ্যুৎ মান্দা জোন এর ডিজিএম আসাদুজ্জামান অভিযুক্ত বাবুল হোসেনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তার মিটার জব্দ করে৷
ভুক্তভোগী শ্রমিক কৃপা চন্দ্র দাস ও বিশ্বজিৎ মারধরের কথা শিকার করে বলেন আমাদের কে আন্যায় ভাবে মারধর করা হয়েছে আমরা তার শাস্তির দাবি করি ৷ এ ব্যাপারে অভিযুক্ত বাবুল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তারা আমার ডিস লাইনের কয়েক জায়গায় তার কেটে দেওয়াই তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে এ পর্যন্তই পরে তারা এসে আমার বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানের মিটার নিয়ে চলে যায় ৷ এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ মান্দা জোনের ডিজিএম আসাদুজ্জামানের সঙ্গে কথা হলে তিনি জানান, এ ব্যাপারে সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত বাবুল হোসেনের বাসা ও তার ব্যবসা প্রতিষ্ঠানের লাইন বিচ্ছিন্ন করে বিদ্যুতের মিটার নিয়ে আসা হয়েছে৷

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat