ব্রেকিং নিউজ :
রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা ২৫ এপ্রিল থেকে নড়াইলে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় সংগীতশিল্পী পাগল হাসানসহ দুজন নিহত স্কাউটিংয়ের মূল দর্শন, কর্মসূচি ও কার্যক্রমগুলোতে শিক্ষার্থীদের অংশগ্রহণের আহবান শিক্ষামন্ত্রীর বার কাউন্সিল এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান বিচারপতি মোঃ আশফাকুল ইসলাম বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসতে প্রধানমন্ত্রীর আহ্বান শিল্প ও সংস্কৃতির উন্নয়নের জন্য বিনিয়োগ বাড়াতে হবে : তথ্য প্রতিমন্ত্রী টেকসই কৃষি ব্যবস্থা প্রচলনে সরকার কাজ করছে : স্পিকার নতুন প্রজন্মের মাঝে স্বাধীনতার ঘোষণাপত্রের তাৎপর্য তুলে ধরার আহ্বান জানিয়েছেন রিমি
  • প্রকাশিত : ২০২২-১০-০৮
  • ৪৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বরেন্দ্রভূমিসহ এই অঞ্চলে গত কয়েক বছর ধরে বাণিজ্যিকভাবে গ্রীষ্মের সীম চাষের মাধ্যমে কৃষকরা আর্থিকভাবে স্বচ্ছল হয়ে উঠছে। এতে তারা খুব খুশী।
সীম সাধারণত শীতকালীন সবজি হলেও গ্রীষ্মকালে এর চাষ করা হচ্ছে। এতে উৎপাদনকারী এবং ভোক্তা উভয়ই খুশী। বর্তমানে স্থানীয় বাজারে নিয়মিতভাবে সীম দেখা যাচ্ছে।
নগরীর সুলতানাবাদ এলাকার গৃহিনী আম্বিয়া ফেরদৌসী খানম বলেন, ‘আমি গত এক মাস ধরে স্থানীয় কাঁচা বাজার ও বিক্রেতাদের কাছ থেকে সীম কিনছি।’
খুঁচরা বাজারে গত কয়েকদিন ধরে দেড়শ’ থেকে দুইশ’ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ফেরদৌসী বলেন, ‘সীম আমার পছন্দের একটি সবজি এবং আমরা তা শীতকালের পাশাপাশি গ্রীষ্মকালেও পাচ্ছি।’
গোদাগাড়ী উপজেলার ধরমপুর গ্রামের কৃষক পিয়ারুল ইসলাম বলেন, সীম চাষের মাধ্যমে তিনি সফল হয়েছেন এবং স্বচ্ছল হয়েছেন।
তিনি হাসিমুখে বলেন, ‘আমি গত বছর দশ কাঠা জমিতে সবজি চাষ করে ৬০ হাজার টাকা লাভ করেছি।’
তিনি বাঁশ দিয়ে মাচা তৈরি করে চলতি মৌসুমে এক বিঘা জমিতে সবজি চাষ করে গত কয়েক সপ্তাহ ধরে লাভজনক দামে বিক্রি করছেন।
ইসলাম বলেন, প্রতি বিঘা জমিতে সীম চাষ করতে কৃষকদের খরচ হয় ৩৫ হাজার থেকে ৪০ হাজার টাকা এবং গড়ে প্রতি বিঘায় দেড়শ’ থেকে দুইশ’ মণ সীম পাওয়া যায়।
পুরাখালী গ্রামের অন্য আরেক কৃষক বাবুল আকতার (৫৬) বলেন, গত বছর চার কাঠা জমিতে সবজি চাষে সফলতা পেয়ে এবছর ১২ কাঠা জমিতে চাষ করেছেন।
আগে মানুষ শুধুমাত্র শীত মৌসুমে বসতবাড়ি এবং ছাদে সবজি চাষ করতো। কিন্তু বর্তমানে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বাণিজ্যিকভাবে গ্রীষ্ম ও শীত মৌসুমে ফসলি জমিতে অর্থকরী ফসল চাষ করা হচ্ছে।
কানতাপাশা গ্রামের কৃষক আহাদ আলী বলেন, তিনি চলতি বছর ছয় বিঘা জমিতে সীম চাষ করেছেন।
তিনি বলেন, ‘আমার মাস্টার ডিগ্রী শেষ করে আমি একটি স্কুলে যোগদান করেছি। সেইসঙ্গে লাভজনক হওয়ায় সীম চাষ শুরু করেছি।’
উপ সহকারী কৃষি কর্মকর্তা অতনু সরকার বলেন, অনেক লোককে সবজি চাষ করতে দেখা যায় এবং কৃষি কর্মকর্তারা সীমের উৎপাদন বাড়াতে তৃণমূল কৃষকদের প্রযুক্তিগত ও অনুপ্রেরণামূলক সহায়তা দিচ্ছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোজদার হোসেন বলেন, কৃষকরা ঘৃত কাঞ্চন, রূপবান ও অটো এই তিন জাতের বীজ বুনছে এবং এইসব বীজগুলি উচ্চফলনশীল হওয়ায় তারা অতিরিক্ত লাভ পাচ্ছেন।
সাম্প্রতিক সময়ে অর্থনৈতিক সম্ভাবনার কথা বিবেচনায় অনেক কৃষক বাণিজ্যিকভাবে সীম চাষে নিয়োজিত।
ইন্টিগ্রেটেড ওয়াটার রির্সোর্স ম্যানেজমেন্টের প্রকল্প সমন্বয়কারী জাহাঙ্গীর আলম খান বলেন, সীম চাষ এই অঞ্চলের অনেক কৃষকের ভাগ্য গড়ার একটি কার্যকরী মাধ্যম হয়ে উঠেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat