লাটভিয়া রুশ রাষ্ট্রদূতকে সে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। এর কয়েক ঘন্টা আগে বাল্টিক রাষ্ট্র এস্তোনিয়াও একই নির্দেশ দিয়েছে।
লাটভিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে বলেছে, রুশ রাষ্ট্রদূতকে ২৪ ফেব্রুয়ারি ২০২৩ এর মধ্যে চলে যেতে হবে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, মস্কো থেকে তারাও তাদের রাষ্ট্রদূতকে সরিয়ে আনবে।
ইউক্রেনের বুচা শহরে এপ্রিলে রাশিয়ার নৃশংসতার পর থেকেই মস্কোর সাথে লিথুনিয়ার কূটনৈতিক সম্পর্ক নি¤œমুখী হতে শুরু করে।
এর আগে এস্তোনিয়া ঘোষণা করেছে, মস্কোয় তাদের দূতকে বহিস্কারের জবাবে তারা রুশ রাষ্ট্রদূতকে পাল্টা বহিস্কার করবে।
গত বছর রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর থেকেই ইউরোপীয় মিত্রদের সাথে মস্কোর সম্পর্কে টানাপোড়েন শুরু হয়।
এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সোমবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, তারা এস্তোনিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক কমিয়ে এনেছে। বাল্টিক রাষ্ট্রটি ‘সম্পূর্ণ রুশোফোবিয়ায়’ আক্রান্ত বলে রাশিয়া অভিযোগ করেছে।
Managing Director : Md. Abul Barkot Serniabat,
Office Address: 560/1(3rd floor), Kazipara, Mirpur, Dhaka. Web: www.royaltvchannel.com. Mobile: +88 01711351581, E-mail: royaltvchannel09@gmail.com.