গত ২৪ ঘন্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মোট ২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এসময়কালে ঢাকায় ১ এবং ঢাকার বাইরে ১ জন নতুন রোগী ভর্তি হন।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বমোট ২৮ জন রোগী ভর্তি রয়েছে। ঢাকায় ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী ১২ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি রোগী ১৬ জন।
চলতি বছরের ১ জানুয়ারী থেকে ৪ মার্চ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে ।
Managing Director : Md. Abul Barkot Serniabat,
Office Address: 560/1(3rd floor), Kazipara, Mirpur, Dhaka. Web: www.royaltvchannel.com. Mobile: +88 01711351581, E-mail: royaltvchannel09@gmail.com.