মেক্সিকোর একটি বাজারে কাপড় বিক্রি করতে যাওয়া তিন আমেরিকান নারী দুই সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন, টেক্সাসের একটি ছোট শহরের পুলিশ প্রধান শনিবার এ কথা জানান।
পুলিশ প্রধান বলেন, মেরিনা পেরেজ রিওস(৪৮), তার বোন মারিটজা ত্রিনিদাদ পেরেজ রিওস(৪৭) এবং তাদের বন্ধু ডোরা অ্যালিসিয়া সার্ভান্তেস সেনজ( ৫৩) ২৪ ফেব্রুয়ারি মেক্সিকোতে পাড়ি দিয়েছিলেন। খবর এএফপি’র।
সীমান্তবর্তী শহর পেনিটাসের পুলিশ প্রধান রোয়েল বারমেয়া এএফপিকে জানান, টেক্সাসে বসবাসকারী ওই নারীরা মেক্সিকোর উত্তর-পূর্বাঞ্চলীয় মন্টেমোরেলোসের একটি বাজারে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।
তাদের নিখোঁজ হওয়ার কারণ এখনও জানা যায়নি। বারমেয়া জানান, এফবিআইকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।
Managing Director : Md. Abul Barkot Serniabat,
Office Address: 560/1(3rd floor), Kazipara, Mirpur, Dhaka. Web: www.royaltvchannel.com. Mobile: +88 01711351581, E-mail: royaltvchannel09@gmail.com.