• প্রকাশিত : ২০২২-১২-০৯
  • ৩৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাশিয়াকে ড্র্রোন সরবরাহ এবং মাহসা আমিনির মৃত্যুতে প্রতিবাদী বিক্ষোভ দমনে অভিযান পরিচালনাকে কেন্দ্র করে ইইউ ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করার প্রস্তুতি নিচ্ছে।
ইউরোপীয় কূটনীতিকরা শুক্রবার এ কথা জানান।
কূটনীতিকরা বলেছেন, নতুন নিষেধাজ্ঞা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে মস্কোর ব্যবহার করা ড্রোন তৈরি ও সরবরাহের সাথে জড়িত প্রায় আট ব্যক্তি ও সংস্থার বিরুদ্ধে আরোপ করা হবে। 
কর্মকর্তারা জানান, বিক্ষোভ দমনের সঙ্গে জড়িত আরও ২০ ব্যক্তি ও একটি সংস্থাকে সম্পদ জব্দ ও ভিসা নিষেধাজ্ঞার কালো তালিকায় যুক্ত করা হবে। সোমবার ব্রাসেলসে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে নিষেধাজ্ঞাগুলো আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হবে বলে আশা করা হচ্ছে।
ইইউ ইতোমধ্যে রাশিয়ায় অস্ত্র সরবরাহের জন্য ইরানের বিপ্লবী গাড কোর্ডের প্রধান ও দুটি ড্রোন নির্মাতাসহ আট কর্মকর্তা ও সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
ইতোমধ্যে বিক্ষোভকারীদের ওপর রক্তক্ষয়ী দমন-পীড়নের সঙ্গে যুক্ত তেহরানের নৈতিক পুলিশ, স্বরাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রীয় সম্প্রচারকারী প্রেস টিভির ৪০টিরও বেশি নাম কালো তালিকাভুক্তক করা হয়েছে।
ক্রেমলিনের বাহিনী ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলার জন্য প্রধান অস্ত্র হিসেবে ইরানি ড্রোন ব্যবহার করেছে। ইইউ মস্কোর যুদ্ধযন্ত্র রোধে ইইউ থেকে রাশিয়া ও ইরানে ড্রোন ইঞ্জিন সরবরাহ বন্ধে একটি পৃথক নিষেধাজ্ঞা প্যাকেজেরও প্রস্তুতি নিচ্ছে।
তেহরান বিক্ষোভের জন্য প্রথম মৃত্যু কার্যকর করার মাধ্যমে আন্তর্জাতিক নিন্দা কুড়ানোর পর মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভে অভিযান পরিচালনা সংক্রান্ত নতুন নিষেধাজ্ঞাগুলো আসে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat