হর্ন অফ আফ্রিকায় (ইথিওপিয়া, ইরিত্রিয়া, সোমালিয়া, কেনিয়া ও জিবুতি) দুর্ভিক্ষ প্রতিরোধে বুধবার জাতিসংঘ-সমর্থিত একটি সম্মেলনে ২৪০ কোটি ডলার সহায়তা সংগ্রহ করা হয়েছে। বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে হর্ন অফ আফ্রিকার দেশগুলো কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ খরা পরিস্থিতির মধ্যে রয়েছে।
এই অর্থ ইথিওপিয়া, কেনিয়া এবং সোমালিয়া জুড়ে প্রায় ৩ কোটি ২০ লাখ মানুষের জীবন রক্ষাকারী সহায়তা প্রদান করবে। বিশ্ব সংস্থার মানবিক সংস্থা ওসিএইচএ এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
ওসিএইচএ বলেছে, ‘দুর্ভিক্ষ এড়ানো হয়েছে, স্থানীয় সম্প্রদায়, মানবিক সংস্থা এবং কর্তৃপক্ষের অসামান্য প্রচেষ্টার পাশাপাশি দাতাদের সহায়তার জন্য ধন্যবাদ।’
কিন্তু জাতিসংঘ বলেছে, এ অঞ্চলে খরা ও সংঘাতে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য প্রদানের জন্য প্রয়োজনীয় সহায়তা ৭শ’ কোটি ডলারের তুলনায় সংগৃহিত এই অর্থ যথেষ্ট কম।
ওসিএইচএ যোগ করেছে, ‘জরুরি অবস্থা শেষ হয়নি এবং সবচেয়ে খারাপ পরিস্থিতিতে ফিরে আসা রোধ করতে অতিরিক্ত সংস্থান জরুরি।’
২০২০ সালের শেষের দিক থেকে, হর্ন অফ আফ্রিকার দেশগুলি-জিবুতি, ইথিওপিয়া, ইরিত্রিয়া, কেনিয়া, সোমালিয়া, দক্ষিণ সুদান এবং সুদান ৪০ বছরের মধ্যে এই অঞ্চলের সবচেয়ে খারাপ খরায় ভুগছে।
Managing Director : Md. Abul Barkot Serniabat,
Office Address: 560/1(3rd floor), Kazipara, Mirpur, Dhaka. Web: www.royaltvchannel.com. Mobile: +88 01711351581, E-mail: royaltvchannel09@gmail.com.