ব্রেকিং নিউজ :
  • আপডেট টাইম : 25/05/2023 08:44 PM
  • 8 বার পঠিত

রাশিয়া বুধবার বলেছে,তারা তুর্কি জলসীমায় তাদের একটি যুদ্ধজাহাজ লক্ষ্য করে চালানো ইউক্রেনের হামলা প্রতিহত করেছে। মনুষ্যবিহীন জাহাজ দিয়ে কিয়েভ এ হামলার চেষ্টা চালায়। সর্বশেষ নাশকতামূলক এ হামলা প্রচেষ্টায় মস্কো কিয়েভকে দায়ী করেছে। খবর এএফপি’র।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘আজ ভোর সাড়ে ৫টায় (গ্রিনিচ মান সময় ০২৩০ টা) ইউক্রেনের সশস্ত্র বাহিনী তিনটি মনুমষ্যবিহীন স্পিডবোট ব্যবহার করে কৃষ্ণ সাগরে থাকা রাশিয়ার ইভান খুর্স জাহাজে হামলা করার একটি ব্যর্থ চেষ্টা চালায়।’
এতে আরো বলা হয়, রাশিয়া জাহাজটিকে তুরস্কের অর্থনৈতিক জলসীমায় পাইপলাইন অবকাঠামো পাহারা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল।
বিবৃতিতে বলা হয় যে হামলা চালাতে আসা তিনটি শত্রু নৌযানই ধ্বংস করা হয়েছে। বসফরাসের প্রায় ১৪০ কিলোমিটার উত্তর পূর্বে এমন ঘটনা ঘটে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানায়, ‘কৃষ্ণ সাগর নৌবহরের ইভান খুর্স তার মিশন অব্যাহত রেখেছে।’
এদিকে তুরস্ক তাৎক্ষণিকভাবে রাশিয়ার এমন দাবির জবাব দেয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...