গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন (ইসি) সন্তুষ্ট বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
তিনি বলেন, ‘নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমাদের পর্যবেক্ষকরা যে তথ্য পাঠিয়েছে, তাতে নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে। আমাদের কাছে যে তথ্য এসেছে তাতে ভোট পড়ার হার ৫০ শতাংশের কম হবে না।’
আজ বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে বিকেল সোয়া ৫টার দিকে ইসি সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইসি মো. আলমগীর।
তিনি বলেন, ‘নির্বাচনে সিসি ক্যামেরা থাকায় অনিয়ম করতে অনেকে ভয় পেয়েছে। দুটি কেন্দ্রে এজেন্টরা ভোটারকে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন। তাদের আটক করা হয়েছে। আমাদের নজরে অন্যান্য কেন্দ্রে অনিয়মের তথ্য আসেনি। যেটা নজরে এসেছে সেখানে ব্যবস্থা নিয়েছি। চার হাজারের বেশি সিসি ক্যামেরা ছিল। একবারে সব দেখা সম্ভব না। তবে যে উদ্যোগ, সেই সিসি ক্যামেরার জন্য অনেকেই অনিয়ম করতে ভয় পেয়েছে, এটাই আমাদের সফলতা।’
জাতীয় নির্বাচনে সিসি ক্যামেরা থাকবে কি না সে বিষয়ে এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, জাতীয় নির্বাচনে সিসি ক্যামেরা থাকবে কি না, ওটা এখন বলতে পারবো না। যখন তফসিল ঘোষণা হবে তখন সিদ্ধান্ত হবে।
Managing Director : Md. Abul Barkot Serniabat,
Office Address: 560/1(3rd floor), Kazipara, Mirpur, Dhaka. Web: www.royaltvchannel.com. Mobile: +88 01711351581, E-mail: royaltvchannel09@gmail.com.