কক্সবাজারে এই সর্বপ্রথম যাত্রা শুরু করলো, সোহানা গ্রুপের আন্তর্জাতিক মানের পাঁচ তারকা হোটেল, হোয়াইট সেন্ড রিসোর্ট

স্টাফ রিপোর্টার :- কক্সবাজারে এই সর্বপ্রথম যাত্রা শুরু করলো আন্তর্জাতিক মানের পাঁচ তারকা হোটেল ও শপিং মল। এতে থাকছে নানা ধরনের সুবিধা এবং ক্রেতারা যেন সহজেই এটির সুবিধা ভোগ করতে পারেন সে জন্য রয়েছে বুকিং মানিতে বিশাল ছাড় ও আরো সাথে রয়েছে একদম ফ্রি ভ্রমন। তাদের মূল লক্ষ্য হচ্ছে এই রিসোর্ট হবে কক্সবাজের সর্বশ্রেষ্ঠ,তারা এই লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছে প্রতিনিয়ত আগামীর পথে। সেজন্য সকল অতিথিদের আমন্ত্রন যানাচ্ছে এই প্রতিষ্ঠানটি, যেন আগামীর পথ চলা তাদের একার না হয় সকল কে নিয়ে এগিয়ে যেতে পারে এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। সেই লক্ষ্য বাস্তবায়ন করতে আজকের এই আয়োজন । আর আজকের এই আয়োজন করা হয় ঢাকার রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে আর এই আয়োজনে অশংগ্রহন করেন চিত্রনায়ক ফেরদৌস, চিত্র নায়িকা পপি,সারোয়ার হোসেন আলো কাউন্সিলর ৪১ নং ওয়ার্ড। এবং আরো উপস্থিত ছিলেন সোহানা গ্রুপ অফ কোম্পানী লিঃ এর চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান ও ফারিয়া মাহবুব পিয়াসা পরিচালক এবং অন্যান্য অতিথিবৃন্দ।