ব্রেকিং নিউজ :
সাতক্ষীরায় রাসায়নিকে পাকানো চারশ’ কেজি আম জব্দ আজ চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস দিনাজপুরে বৃষ্টির জন্য একাধিক স্থানে ইসতিকার নামাজ আদায় ময়মনসিংহের আলালপুরে বাস-সিএনজি সংঘর্ষে দুইজন নিহত সরকার দুর্যোগ মোকাবেলায় যুগোপযোগী পদক্ষেপ নিয়েছে : অর্থ প্রতিমন্ত্রী সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি সাংস্কৃতিক কর্মকান্ডে যদি প্রবাহ না থাকে, তাহলে সভ্যতা টিকতে পারে না : গণপূর্তমন্ত্রী ক্ষমতার জন্য বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে : ওবায়দুল কাদের উপজেলা পরিষদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ : সিলেটে ইসি আনিছুর রহমান
  • প্রকাশিত : ২০২১-০৬-০১
  • ৬০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেট বিভাগে গত একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে, একই সময়ে করোনাক্রান্ত হয়েছেন আরও ৮৪ জন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় কোভিড-১৯ বিষয়ক দৈনিক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে গত একদিনে করোনাক্রান্ত হয়ে মৃত ৩ জনের মধ্যে সকলেই সিলেট জেলার বাসিন্দা।
এ নিয়ে সিলেট বিভাগের ৪ জেলায় করোনায় মোট মৃত সংখ্যা ৪০৯ জনে দাঁড়িয়েছে, এরমধ্যে সিলেট জেলার ৩৩১, সুনামগঞ্জের ৩০, হবিগঞ্জের ১৮ ও মৌলভীবাজার জেলার ৩০ জন রয়েছেন।
গত একদিনে সিলেট বিভাগে করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হওয়া ৮৪ জনের মধ্যে সিলেট জেলার ৭৫, সুনামগঞ্জের ২, হবিগঞ্জের ৬ ও মৌলভীবাজার জেলার ১ জন রয়েছেন। এনিয়ে সিলেট বিভাগে করোনায় প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৬৯৬ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৪ হাজার ৮৭৬ জন, সুনামগঞ্জে ২ হাজার ৮২১ জন, হবিগঞ্জে ২ হাজার ৫০৪ ও মৌলভীবাজার জেলায় ২ হাজার ৪৯৫ জন রয়েছেন।
এদিকে গত একদিনে করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন ৭২ জন সুস্থ হওয়াদের মধ্যে সিলেট জেলার ৬৬, সুনামগঞ্জে ৪, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজার জেলার ১ জন রেেয়ন। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনাক্রান্ত থেকে মোট সুস্থ হয়েছেন ২১ হাজার ৩১৪ জন।এর মধ্যে সিলেট জেলার ১৪ হাজার ১৮২, সুনামগঞ্জের ২ হাজার ৭২৮, হবিগঞ্জের ২ হাজার ৭২ ও মৌলভীবাজার জেলার ২ হাজার ৩৩২ জন রয়েছেন।
অন্যদিকে সিলেট বিভাগের চার জেলায় গত একদিনে করোনাক্রান্ত হয়ে হাসপাতালে ভর্থী হয়েছেন আরও ১২ জন,এ নিয়ে বর্তমানে সিলেট বিভাগে মোট ২৪৬ জন করোনাক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন,যার মধ্যে সিলেট জেলায় ২২৫, সুনামগঞ্জের ৫, হবিগঞ্জে ১০ ও মৌলভীবাজার জেলায় ৬ জন রয়েছেন। অপরদিকে গত একদিনে সিলেট বিভাগে আরও ৬৫ জনকে নতুন করে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।এনিয়ে সিলেট বিভাগে বর্তমানে মোট হোম কোয়ারেন্টাইনে আছেন ৪৭৭ জন, এরমধ্যে সিলেট জেলায় ৪১৪ ও মৌলভীবাজার জেলায় ৬৩ জন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat