ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২১-০৮-২৬
  • ৭৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, সময়ের প্রেক্ষাপটে ইন্টারনেটকে একটি মৌলিক অধিকার হিসেবে বিবেচনা করা এখন সময়ের দাবি।
তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়নের ধারাবাহিকতায় ডিজিটাল সংযোগ প্রতিটি মানুষের জীবন-জীবিকার জন্য অপরিহার্য সেবায় রূপ নিয়েছে। এ জন্যই সরকার উচ্চগতির  ইন্টারনেট মহাসড়ক নাগরিক-জীবনের গন্ডি ছাড়িয়ে দুর্গম গ্রামের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর। এই সরকার সর্বশক্তি দিয়ে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।’
মোস্তাফা জব্বার আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীতে বাংলাদেশ ইন্টারনেট গভর্ণেন্স ফোরাম (বিআইজিএফ) আয়োজিত ‘ইন্টারনেটের অন্তর্ভূক্তিমূলক সংযুক্তি’ শীর্ষক এক ভার্চূয়্যাল সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ি কমিটির সভাপতি ও বিআইজিএফ’র চেয়ারম্যান হাসানুল হক ইনুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিটিআরসি‘র ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র, বিটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক ড. রফিকুল মতিন, এমটব’র মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল এস এম ফরহাদ (অব.), সাবেক মহাসচিব টিআইএম নুরুল কবির,আইকান’র কর্মকর্তা সমিরন গুপ্ত এবং আইএসপিএবি’র সভাপতি আমিনুল হাকিম বক্তৃতা করেন। বিআইজিএফ’র কর্মকর্তা বজলুর রহমান অনুষ্ঠান সঞ্চালনা করেন ।
শহরের চেয়ে গ্রামাঞ্চলে এখন নেটের চাহিদা বেশী উল্লেখ করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, গ্রামের মানুষ এক সময় মোবাইল ফোনকে কেবল কথা বলার জন্য ব্যবহার করতেন। কিন্ত সে-অবস্থানের পাশাপাশি তারা এখন মোবাইল-ফোনে ইন্টারনেটের ব্যবহারও শুরু করেছেন। তিনি জানান,স্মার্টফোন ব্যবহারের দক্ষতা গ্রামের অনেক বয়স্কদের নেই, তাই-বলে তারা ব্যবহার করছেন না -তা কিন্তু নয়। নতুন প্রজন্মের কাছ থেকে বৃদ্ধরাও স্মার্ট-ফোন ব্যবহারের নিয়মগুলো শিখে নিচ্ছেন। তাছাড়া, দ্রুত গতির ইন্টারনেট সংযোগ প্রদানের অনুরোধ গ্রাম থেকেই বেশি আসছে বলে মন্ত্রী উল্লেখ করেন।
মোস্তাফা জব্বার দৃঢ়তার সাথে বলেন, ২০২১ সালের মধ্যে এমন কোন ইউনিয়ন থাকবে না যেখানে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক সংযোগ পৌঁছাবেনা। তিনি বলেন, ডিজিটাল অবকাঠামোর যে দুর্বলতা এতদিন বিরাজ করছিলো তা অতিক্রম করারও চেষ্টা চলছে।
মন্ত্রী বলেন,‘যেখানে বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান নেট সম্প্রসারণ করছে না সেখানে গত তিন বছরে উচ্চগতির ইন্টারনেট সেবা আমরা সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে পৌঁছে দিতে শুরু করেছি।’
তিনি টেলিটকের ফাইভ-জি নেটওয়ার্ক চালু করার কথা উল্লেখ করে বলেন,  ‘ফাইভ-জি একটি ইন্ডাস্ট্রিয়াল পণ্য, এর সাথে শিল্পের সম্পর্ক। মিরেশ্বরাইসহ দেশের ৫টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ফাইভ-জি নেট সম্প্রসারণের উদ্যোগ আমরা ইতোমধ্যে গ্রহণ করেছি। ক্রমান্বয়ে চাহিদা অনুযায়ি এটি সবগুলো শিল্পাঞ্চলে সম্প্রসারণ করা হবে।’
হাসানুল হক ইনু ইন্টারনেটের সাশ্রয়ি মূল্যসহ উচ্চ গতির ইন্টারনেট নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, মোবাইল সার্ভিসের গুণগত মান নিশ্চিত করতে স্পেকস্ট্রামের দাম কমানো এবং শেয়ারিং ব্যবস্থা থাকা উচিৎ।
মানস্মত ইন্টারনেট জনগণের দাবি উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে দেশে ডিজিটাইজেশন প্রক্রিয় আরো সহজ হবে, দেশের মানুষ উপকৃত হবে।
ম্যাক্সিকোসহ পৃথিবীর অন্যান্য দেশের মতো ইন্টারনেটকেও মৌলিক অধিকার হিসেবে সংবিধানে অন্তর্ভূক্ত করার ব্যাপারে হাসানুল হক ইনু এমপি মতামত ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat