ব্রেকিং নিউজ :
ফেনীতে বন্দিদশা থেকে মুক্ত শতাধিক পাখি গোপালগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর মতবিনিময় টাঙ্গাইলে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ নাটোরে বর্ণিল পিঠা উৎসব অনুষ্ঠিত বেরোবি’র মাধ্যমে আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার পরিচালনায় চুক্তি স্বাক্ষর আলেম-ওলামাদের মেহনত ব্যর্থ হয়নি : ধর্ম উপদেষ্টা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে, দেশবাসীর কাছে দোয়া চাইলেন খালেদা জিয়া পোস্টাল ব্যালটে ভোট দিতে ২২ হাজার ৭০০ প্রবাসীর নিবন্ধন ভূমিকম্পের ঘটনায় আতঙ্কিত নয়, সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞদের- প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার কৃষিতে ব্যবহৃত কীটনাশক মৎস্য ও প্রাণিসম্পদে হুমকি তৈরি করছে: মৎস্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২১-০৯-২১
  • ৬৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গত সপ্তাহে সিরিজ শুরুর আগ মুহূর্তে নিরাপাত্তজনিত কারনে পাকিস্তান সফল বাতিল করে দেয় নিউজিল্যান্ড। সেই আবহ কাটতে না কাটতে পাকিস্তান সফর বাতিলের সিদ্ধান্ত  নিয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। অক্টোবরের মাঝামাঝি সময়ে পাকিস্তান সফর করার কথা ছিল ইংল্যান্ড পুরুষ ও নারী ক্রিকেট দলের। কিন্তু সফরটি বাতিল করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। 
ইসিবির এই সিদ্বান্ত হতাশা  ও ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নয়া চেয়ারম্যান রমিজ রাজা। তার মতে, ‘ওয়েস্টার্ন ব্লক’ একজোট হয়ে পাকিস্তান ক্রিকেটকে বিপদে ফেলছে। 
এক ভিডিও বার্তায় ক্ষোভ প্রকাশ করে রমিজ  বলেন, ‘ইংল্যান্ড সফর বাতিল করায় আমি ভীষণ হতাশ, তবে এটা প্রত্যাশিতই ছিল। কারণ দুর্ভাগ্যজনকভাবে ওয়েস্টার্ন ব্লক এসব ক্ষেত্রে একজোট হয়ে পরস্পরের পাশে থাকে। নিরাপত্তা হুমকি ও শঙ্কার কথা বলে আসলে যে কোনো সিদ্ধান্তই নেওয়া যায়। আমাদের ক্ষুব্ধ হওয়ার একটা কারণ, নিরাপত্তা শঙ্কার ধরণ নিয়ে কোন তথ্য নিউজিল্যান্ড আমাদের সাথে শেয়ার করেনি। এখন ইংল্যান্ডের ঘোষণা এলো। কারণ ওয়েস্টার্ন ব্লক এক জোট  হয়ে পরিকল্পনা করে এবং সিদ্ধান্ত  নেয়।’
এ সব বিষয়ে  ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) অভিযোগ করবেন বলে জানান রমিজ। সেই সাথে এমন পরিস্থিতি শক্ত হাতে সামাল দেয়ার কথা বলেন তিনি, ‘আমরা ক্রিকেট পাগল  জাতি। আমরা টিকে থাকবো এবং অতীতের মতো নতুন পথ খুঁজে নেবো। এটা হয়তো আমাদের পথে ছোট একটা বাধার সৃষ্টি করতে পারে। আমরা আইসিসিতে আওয়াজ তুলবো। আইসিসির কাছে এসব বিষয় তুলে ধরবো। আমরা লড়াই করে ঘুরে দাঁড়াবো।’ 
সফরকারী দলগুলোর আপ্যাায়ন  তথা  নিরাপত্তা নিয়ে পাকিস্তান কখনো  ত্রুটি রাখেনা।  নিজ দেশকে সেরা অতিথিপরায়ণ বলে উল্লেখ করেন  তিনি। তবে ভবিষ্যতে নিজেদের কথা চিন্তা করেই সফরকারীদের বিষয়ে ভাববেন বলে জানান রমিজ, ‘আমাদের জন্য এগুলো  একটা দারুন  শিক্ষা। আমরা সফরকারীদেরকে সেবা দিতে নিজেদের সীমা ছাড়িয়ে চেষ্টা করি, তাদের চাওয়াকে মাথায় তুলে রাখি। আমরা দুনিয়ার সেরা অতিথিপরায়ণ জাতি। কিন্তু আমরা তাদের দেশে গেলে কোয়ারেন্টাইনের সব নিয়ম মানি, অনেক অপমান করা হলেও সহ্য করি। তবে এখনই আমাদের শিখতে হবে, আমাদের যাতে লাভ হবে, তাই করবো।’
নিউজিল্যান্ড-ইংল্যান্ডের পর অস্ট্রেলিয়াও ভবিষ্যতে সফর বাতিল করতে পারে বলে জানান রমিজ। কারন এই তিন দলের ব্লক একই। তিনি বলেন, ‘আমাদের দেশে ক্রিকেট বন্ধ হবে না। তবে ক্রিকেট সম্প্রদায় যদি এসব  খেয়াল না করে, তাহলে এটা থাকার কোন দরকার নেই। নিউজিল্যান্ড ও ইংল্যান্ড সফর বাতিল করলো।  আগামীতে   অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ রয়েছে। ঐসব সিরিজেও এসব প্রভাব পড়তে পারে। কারণ, নিউজিল্যান্ড-ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া একই ব্লকের।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat