ব্রেকিং নিউজ :
ফেনীতে বন্দিদশা থেকে মুক্ত শতাধিক পাখি গোপালগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর মতবিনিময় টাঙ্গাইলে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ নাটোরে বর্ণিল পিঠা উৎসব অনুষ্ঠিত বেরোবি’র মাধ্যমে আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার পরিচালনায় চুক্তি স্বাক্ষর আলেম-ওলামাদের মেহনত ব্যর্থ হয়নি : ধর্ম উপদেষ্টা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে, দেশবাসীর কাছে দোয়া চাইলেন খালেদা জিয়া পোস্টাল ব্যালটে ভোট দিতে ২২ হাজার ৭০০ প্রবাসীর নিবন্ধন ভূমিকম্পের ঘটনায় আতঙ্কিত নয়, সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞদের- প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার কৃষিতে ব্যবহৃত কীটনাশক মৎস্য ও প্রাণিসম্পদে হুমকি তৈরি করছে: মৎস্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২২-০৫-১৬
  • ৭১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শরীয়তপুর জেলায় আজ দুই দিনব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। দুপুরে আইসিটি বিভাগের যুগ্মসচিব ও এটুআই প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে দুই দিনব্যাপী হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।
শরীয়তপুর সার্কিট হাউস মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে এবং একসেস টু ইনফরমেশনের (এটুআই) সহযোগিতায় এই কর্মশালায় ৪০জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষ হবে আগামীকাল।
শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসানের সভাপতিত্বে এই কর্মশালায় প্রধান অতিথি আইসিটি বিভাগের যুগ্মসচিব ও এটুআই প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির ভার্চ্যুয়ালি যুক্ত হন।
শরীয়তপুরের ৪০জন উদ্যোক্তাকে তারা গোল্ডেন উদ্যোক্তা হিসেবে নিয়মিত মনিটরিং করবেন বলেও জানান ।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও ফোকাল পয়েন্ট কর্মকর্তা জেলা ব্র্যান্ডিং প্রশিক্ষণ পরিচালক আসমাউল হুসনা লিজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌছিফ আহমেদ, জেলা ব্র্যান্ডিং প্রশিক্ষণ সমন্বয়ক ও বিকল্প ফোকাল পয়েন্ট কর্মকর্তা সহকারী কমিশনার অভিজিৎ সূত্রধর প্রমুখ উপস্থিত ছিলেন। আয়োজনের মূল বিষয় ছিল ‘পণ্য, পর্যটন ও উদ্যোগ’।
জেলা প্রশাসক পারভেজ হাসান উদ্যোক্তাদের মধ্যে আইসিটির গুরুত্ব তুলে ধরেন এবং প্রযুক্তি ব্যবহার করে তাদের অভিজ্ঞতা বাড়ানোর পরামর্শ দেন। তিনি চাকরির পেছনে না ছুটে সকলকে উদ্যোক্তা হওয়ার আহবান জানান। উদ্যোক্তাদের যে কোন প্রয়োজনে শরীয়তপুর জেলা প্রশাসন তাদের পাশে দাঁড়াবে বলে জানান তিনি।
এই কর্মশালায় বাছাইকৃত ৪০জন উদ্যোক্তা অংশ নেন। যাদের মধ্যে অনেক উদ্যোক্তা শরীয়তপুরে স্যানেটারি ন্যাপকিন, পিঠাপুলি, টমেটো শস, ফ্যাশন ডিজাইনার, নকশিকাঁথা, খাদ্য, পোশাক, হাতে তৈরি গহনা, খাদ্য, মাস্ক, কার্টন ইত্যাদি নিয়ে কাজ করেন।
কর্মশালায় অংশ নেওয়া বিভাগীয় জয়িতা সামচুন নাহার সুমি বলেন, এই ধরনের কর্মশালা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আমরা নতুন কিছু শিখবো, যা আমাদের উদ্যোগকে আরও সামনে এগিয়ে নিতে ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat