ব্রেকিং নিউজ :
ফেনীতে বন্দিদশা থেকে মুক্ত শতাধিক পাখি গোপালগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর মতবিনিময় টাঙ্গাইলে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ নাটোরে বর্ণিল পিঠা উৎসব অনুষ্ঠিত বেরোবি’র মাধ্যমে আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার পরিচালনায় চুক্তি স্বাক্ষর আলেম-ওলামাদের মেহনত ব্যর্থ হয়নি : ধর্ম উপদেষ্টা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে, দেশবাসীর কাছে দোয়া চাইলেন খালেদা জিয়া পোস্টাল ব্যালটে ভোট দিতে ২২ হাজার ৭০০ প্রবাসীর নিবন্ধন ভূমিকম্পের ঘটনায় আতঙ্কিত নয়, সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞদের- প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার কৃষিতে ব্যবহৃত কীটনাশক মৎস্য ও প্রাণিসম্পদে হুমকি তৈরি করছে: মৎস্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২২-০৭-২২
  • ৫২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ফেনী জেলার পরশুরামে ৮ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেয়া হয়েছে । আজ শুক্রবার লায়ন্স ক্লাব চট্টগ্রাম মেট্রোপলিটনের সহযোগিতায় আলাউদ্দিন নাসিম কলেজে দিনব্যাপী এই চিকিৎসা সেবা পরিচালনা করেছে সালেহ উদ্দিন আহমেদ-হোসনে আরা চৌধুরী ফাউন্ডেশন।
আজ সকালে কলেজ মিলনায়তনে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন সালেহ উদ্দিন আহমেদ-হোসনে আরা চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষে এ উদ্যোগ নেয়া হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মরহুমের সন্তান আলাউদ্দিন নাসিম বলেন, ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা, স্বাস্থ্য ছাড়াও আরও বেশকিছু কার্যক্রমের পরিকল্পনা রয়েছে।
ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেনীবাসীকে কামাল আইটি সেন্টার উপহার হিসেবে বরাদ্দ দিয়েছেন। পরশুরামে তা বাস্তবায়িত হবে।
লায়ন্স ক্লাব চট্টগ্রাম মেট্রোপলিটনের চেয়ারম্যান লায়ন নাছির উদ্দিন চৌধুরী বলেন, একজন গুণীজনের মৃত্যুবার্ষিকীতে মানুষের উপকারে কাজ করা সবার জন্য সৌভাগ্যের বিষয়।
তিনি বলেন, চোখের চিকিৎসায় অবহেলা করা যাবেনা। যেকোন সময় লায়ন্স ক্লাবের চক্ষু চিকিৎসা কেন্দ্র সবসময় উন্মুক্ত থাকবে।
সালেহ উদ্দিন আহমেদ-হোসনে আরা চৌধুরী ফাউন্ডেশনের সদস্য সচিব জালাল উদ্দিন আহমেদ চৌধুরী পাপ্পু বলেন, ৮ শতাধিক মানুষকে একসাথে চিকিৎসাসেবা দিতে পারছি এটি অনেক বড় পাওয়া। যারা চিকিৎসা নিচ্ছেন তাদের মধ্যে থেকে যাদের অপারেশন প্রয়োজন হবে ফাউন্ডেশন সব খরচ দিয়ে চট্টগ্রাম লায়ন্স ক্লাবের চক্ষু হাসপাতালে পাঠাবে। আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে প্রতিবছর বাবার মৃত্যুবার্ষিকীতে এই ক্যাম্প আয়োজন করা হবে। পাশাপাশি ফাউন্ডেশনের উদ্যোগে সবসময় সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জেলা পরিষদ প্রশাসক খায়রুল বাশার মজুমদার তপন। তিনি বলেন, যারা অস্বচ্ছলতার কারণে চিকিৎসাসেবা নিতে পারেন না, তারা এ ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবা নিতে পারবেন।
জেলা ক্রীড়া সংস্থার সদস্য ইয়াছিন শরিফ মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন লাইন্স ক্লাব চট্টগ্রামের দ্বিতীয় ভাইস গর্ভনর কহিনুর কামাল।
এসময় উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আব্দুল আলিম মজুমদার, ফাউন্ডেশনের পরিচালক অধ্যাপক ডা. জাহানারা আরজু, বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদেরসহ লায়ন্স চট্টগ্রামের নেতৃবৃন্দ। এছাড়াও পরশুরামের বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat