ব্রেকিং নিউজ :
ফেনীতে বন্দিদশা থেকে মুক্ত শতাধিক পাখি গোপালগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর মতবিনিময় টাঙ্গাইলে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ নাটোরে বর্ণিল পিঠা উৎসব অনুষ্ঠিত বেরোবি’র মাধ্যমে আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার পরিচালনায় চুক্তি স্বাক্ষর আলেম-ওলামাদের মেহনত ব্যর্থ হয়নি : ধর্ম উপদেষ্টা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে, দেশবাসীর কাছে দোয়া চাইলেন খালেদা জিয়া পোস্টাল ব্যালটে ভোট দিতে ২২ হাজার ৭০০ প্রবাসীর নিবন্ধন ভূমিকম্পের ঘটনায় আতঙ্কিত নয়, সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞদের- প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার কৃষিতে ব্যবহৃত কীটনাশক মৎস্য ও প্রাণিসম্পদে হুমকি তৈরি করছে: মৎস্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৩-১১-০৩
  • ৫৬৬৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকী এমপি বলেছেন, আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে যাওয়ার পথে মহিলা আওয়ামী লীগের নেত্রীদের ওপর বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের নৃশংস হামলা ১৯৭১ সালের নির্যাতনের ঘটনা স্মরণ করিয়ে দিয়েছে।
রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় ও নূর হোসেন স্কোয়ারে গত ২৮ অক্টোবর মহিলা কর্মীদের শারীরিক নির্যাতনের ভিডিও ফুটেজ ও চিত্র তুলে ধরে আজ সকালে এক সংবাদ সম্মেলনে  নির্যাতনের প্রতিবাদ ও বিচার দাবি করে তিনি এ কথা বলেন।
আজ সকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা এমপি।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মেহের আফরোজ চুমকী আরো বলেন, গত ২৮ অক্টোবর আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবশে অংশগ্রহণ করার জন্য যাওয়ার পথে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ঢাকা মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নারী  নেত্রীরা বিএনপি ও জামাতের কর্মীদের হাতে হামলার শিকার হন। বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের সশস্ত্র হামলায় আহত মহিলা আওয়ামী লীগের প্রায় শতাধিক মহিলা নেতা-কর্মী বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং অনেকেই মুমূর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। এ ব্যাপারে মামলা করার প্রস্তুতি চলছে। শিগগিরই এই হামলার প্রতিবাদে কর্মসূচি দেয়া হবে।
তিনি বলেন, দিন দুপুরে মধ্যযুগীয় কায়দায় নারী নেতা-কর্মীদের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত ও হামলা, নির্যাতন অত্যাচার, অপমান অপদস্থ করে। এ ঘটনা রাজনীতির ক্ষেত্রে কলঙ্কজনক ও লজ্জার। এই অন্যায় ও নৃশংস আচরণের তীব্র প্রতিবাদ, নিন্দা ও ধিক্কার জানিয়ে তিনি আরো বলেন, মহিলা আওয়ামী লীগ এই নৃশংসতার বিচার দাবী করছে ।
সংবাদ সম্মেলনে হাতির ঝিল এলাকার হামলার শিকার নারী নেত্রীরা তাদের নির্যাতনের ঘটনা বর্ণনা করেন।
সংবাদ সম্মেলনে মহিলা আওয়ামী লীগের বিভিন্ন  স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat