ব্রেকিং নিউজ :
ফেনীতে বন্দিদশা থেকে মুক্ত শতাধিক পাখি গোপালগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর মতবিনিময় টাঙ্গাইলে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ নাটোরে বর্ণিল পিঠা উৎসব অনুষ্ঠিত বেরোবি’র মাধ্যমে আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার পরিচালনায় চুক্তি স্বাক্ষর আলেম-ওলামাদের মেহনত ব্যর্থ হয়নি : ধর্ম উপদেষ্টা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে, দেশবাসীর কাছে দোয়া চাইলেন খালেদা জিয়া পোস্টাল ব্যালটে ভোট দিতে ২২ হাজার ৭০০ প্রবাসীর নিবন্ধন ভূমিকম্পের ঘটনায় আতঙ্কিত নয়, সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞদের- প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার কৃষিতে ব্যবহৃত কীটনাশক মৎস্য ও প্রাণিসম্পদে হুমকি তৈরি করছে: মৎস্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-০৭-১০
  • ২৩৪৩৬৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অধিনায়ক শুভমান গিলের হাফ-সেঞ্চুরি ও স্পিনার ওয়াশিংটন সুন্দরের বোলিং নৈপুন্যে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে লিড নিয়েছে  বিশ^ চ্যাম্পিয়ন ভারত। আজ সিরিজের তৃতীয় ম্যাচে সফরকারী  ভারত ২৩ রানে হারিয়েছে স্বাগতিক জিম্বাবুয়েকে। এই জয়ে  সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। সিরিজের প্রথম ম্যাচ জিম্বাবুয়ের ১৩ রানে এবং ভারত দ্বিতীয় ম্যাচে ১০০ রানে জিতেছিলো।
হারারেতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৮ দশমিক ১ ওভারে ৬৭ রানের সূচনা পায়  ভারত। সিরিজে প্রথমবার খেলতে নেমে ৪টি চার ও ২টি ছক্কায় ২৭ বলে ৩৬ রানে থামেন ওপেনার যশ^সী জয়সওয়াল। তিন নম্বরে নেমে ১০ রানে বিদায় নেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান অভিষেক শর্মা।
৮১ রানে ২ উইকেট পতনের পর ভারতকে বড় সংগ্রহের পথে রাখেন অধিনায়ক শুভমান গিল ও ঋুতুরাজ গায়কোয়াড়। তৃতীয় উইকেটে ৪৪ বলে ৭২ রানের জুটি গড়েন তারা। এই জুটিতে টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় হাফ-সেঞ্চুরি তুলে ১৮তম ওভারে আউট হন গিল। ৭টি চার ও ৩টি ছক্কায় ৪৯ বলে সর্বোচ্চ ৬৬ রান করেন গিল।
ইনিংসের শেষ ওভারে আউট হবার আগে ৪টি চার ও ৩টি ছক্কায় ২৮ বলে ৪৯ রান করেন ঋুতুরাজ। এতে ২০ ওভারে ৪ উইকেটে ১৮২ রানের সংগ্রহ পায় ভারত। জিম্বাবুয়ের ব্লেসিং মুজুরাবানি ও সিকান্দার রাজা ২টি করে উইকেট নেন।
জবাবে খেলতে ৭ ওভারে ৩৮ রানে ৫ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে জিম্বাবুয়ে। এরমধ্যে জিম্বাবুয়ের অধিনায়ক রাজাকে ১৫ ও জনাথন ক্যাম্পবেলকে ১ রানে শিকার করেন ভারতের সুন্দর।
পঞ্চম উইকেটে ৫৭ বলে ৭৭ রানের জুটি গড়ে দলকে লড়াই ফেরানোর চেষ্টা করেন ডিওন মায়ার্স এবং ক্লাইভ মাদান্দে। ২৬ বলে ৩৭ রান করা মাদান্দেকে শিকার করে ভারতকে ব্রেক-থ্রু এনে দেন সুন্দর।
মাদান্দে ফেরার পর ওয়েলিংটন মাসাকাদজার সাথে ২১ বলে অবিচ্ছিন্ন ৪৩ রানের জুটি গড়েও জিম্বাবুয়ের হার রুখতে পারেননি মায়ার্স। ৭টি চার ও ১টি ছক্কায় ৪৯ বলে অপরাজিত ৬৫ রান করেন মায়ার্স। ১০ বলে ১৮ রানে অপরাাজিত থাকেন মাসাকাদজা।
৪ ওভারে ১৫ রানে ৩উইকেট নিয়ে ম্যাচ সেরা  নির্বাচিত হন ভারতের সুন্দর।  এছাড়া  আবেশ খান ৩৯ রানে ২ উইকেট শিকার করেন।
আগামী ১৩ জুলাই একই ভেন্যুতে সিরিজের চতুর্থ ম্যাচ খেলতে নামবে ভারত ও জিম্বাবুয়ে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat