ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০২৪-১১-২৯
  • ৩২৩৪৩৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আজ টিএসসি চত্বরসহ বিভিন্ন স্থানে দায়িত্বরত যানবাহন নিয়ন্ত্রণ দলের কার্যক্রম পরিদর্শন করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম, বিএনসিসি, রোভার স্কাউট গ্রুপ এবং রেঞ্জার ইউনিট সদস্যদের সমন্বিত একটি দল ক্যাম্পাসে যানবাহন চলাচল নিয়ন্ত্রণের জন্য কাজ করছে।

এসময় প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ ড. মো. ফারুক শাহ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে উপাচার্য এ কাজে সংশ্লিষ্ট  সদস্যদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন পরামর্শ ও দিক নির্দেশনা দেন।

তিনি ক্যাম্পাসে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করায় শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ দেন। এধরনের স্বেচ্ছাসেবামূলক কাজ অব্যাহত রাখার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি, রোভার স্কাউট গ্রুপ এবং রেঞ্জার ইউনিটের শিক্ষার্থীরা প্রক্টরিয়াল টিমের সদস্যদের সঙ্গে সমন্বয় করে টিএসসি, রোকেয়া হল, মল চত্বর, মেট্রোরেল স্টেশন প্রাঙ্গণসহ ক্যাম্পাসের বেশ কিছু স্থানে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে কাজ করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat