ব্রেকিং নিউজ :
জাতির পিতার সমাধিতে জাফর ওয়াজেদের শ্রদ্ধা আফগানিস্তানে গুলিতে তিন স্প্যানিশ ও তিন আফগান নিহত সাতক্ষীরার তালায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে নিহত ২, আহত ৪ জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি সরকারের ধারাবাহিকতার জন্যই দেশে এতো উন্নয়ন হয়েছে : ওবায়দুল কাদের শুদ্ধাচার নিশ্চিতকরণ ছাড়া এসডিজি অর্জন সম্ভব নয় : চট্টগ্রামে টিআইবি কংগ্রেসম্যানদের সই জালকারী বিএনপি একটা জালিয়াত রাজনৈতিক দল : পররাষ্ট্রমন্ত্রী ব্যবসা সম্প্রসারণে ইএসজি কমপ্লায়েন্স রিপোটিং স্ট্যান্ডার্ড থাকা জরুরী সোনালী আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে চাই : বস্ত্র ও পাট মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৬-১১
  • ৪৬৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) ১৪ কোটি টাকার অধিক বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করেছে। আজ রবিবার দুপুরে নগর ভবনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিভিন্ন ডিভিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বিদ্যুৎ বিলের ১৪ কোটি ১১ লাখ ২ হাজার ৯শ ২৯ টাকার চেক হস্তান্তর করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। 
এসময় উপস্থিত ছিলেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক, সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী আব্দুল কাদের, সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) রুহুল আলম, বিদ্যুৎ উন্নয়ন সিলেটের ডিভিশন-১ এর নির্বাহী প্রকৌশলী ফজলুল করীম, ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী শামস ই আরেফিন, ডিভিশন-৩ এর নির্বাহী প্রকৌশলী শ্যামল চন্দ্র সরকার, ডিভিশন-৪ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক, সিসিকের হিসাবরক্ষণ কর্মকর্তা আ ন ম মনছুফ ও সহকারি প্রকৌশলী জয়দেব বিশ্বাস।
সিলেট সিটি কর্পোরেশনের বৈদ্যুতিক ও পরিবহন শাখার নির্বাহী প্রকৌশলী মোঃ রুহুল আলম  জানান, ২০২৩ সনের মার্চ পর্যন্ত বিলম্ব ফি ছাড়া ভ্যাটসহ বকেয়া ১৪ কোটি ১১ লাখ ২ হাজার ৯শ ২৯ টাকার চেক আজ রবিবার (১১ জুন) পিডিবি'র কাছে হস্তান্তর করেছে সিসিক। সিসিকের রাজস্ব আয় অর্থাৎ নিজস্ব তহবিল থেকে এ বকেয়া পরিশোধ করা হয়েছে। 
সিসিক কর্মকর্তা আরও জানান, পিডিবি'র দাবি অনুযায়ী উক্ত বকেয়া টাকার লেইট পেমেন্ট সার্চ চার্জ বাবত সিসিকের কাছে চলতি বছরের মার্চ পর্যন্ত আরও প্রায় ৩ কোটি টাকা দাবি করছে পিডিবি। সে টাকা মওকুফ করতে পিডিবি কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে সিসিক। এ বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত  হয়নি। 
এর প্রায় ৬ মাস আগ সিসিক কর্তৃপক্ষ একসাথে আরও প্রায় ৬ কোটি টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করেছে। উল্লেখ্য, প্রতিমাসে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) এর মোট বিদ্যুৎ বিল আসে গড়ে প্রায় ৭০ লাখ টাকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat