ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলানস্কি শুক্রবার তাদের দেশের সীমান্ত বরাবর রাশিয়ার সৈন্য সমাবেশ মোকাবেলায় সৃষ্ট ‘আতঙ্ক’ এড়াতে পশ্চিমা দেশ গুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। ‘আমাদের এই আতঙ্কের প্রয়োজন নেই।’ বিদেশি সংবাদ মাধ্যমের সাংবাদিকদের সাথে এক সংবাদ সম্মেলনে জেলানস্কি এমন কথা বলেন। খবর এএফপি’র।
তিনি বলেন, ইতোমধ্যে মুখ থুবড়ে পড়া ইউক্রেনের অর্থনীতি ‘স্থিতিশীলতা’ প্রয়োজন।
জেনানস্কি জোর দিয়ে বলেন, গত বসন্ত কালের রাশিয়ার একই ধরনের সৈন্য সমাবেশের চেয়ে তিনি বর্তমানের হুমকিকে বড় করে দেখছেন না।
‘এ ক্ষেত্রে যে সকল ইঙ্গিত দেয়া হচ্ছে তাতে মনে হয় যে, কালই সেখানে যুদ্ধ শুরু হবে। এমনকি সংশ্লিষ্ট দেশের নেতাদের দেয়া বিভিন্ন ইঙ্গিত থেকেও মনে হচ্ছে সেখানে কালই যুদ্ধ শুরু হবে তারা এমনটাই বলছেন।’
তিনি জানতে চান, ‘আমাদের দেশের জন্য এই যুদ্ধের ব্যয় কত?’
যুক্তরাষ্ট্রের অগ্রণী ভূমিকায় কিছু পশ্চিমা মিত্র দেশ ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার একেবারে আসন্ন সম্ভাব্য আগ্রাসনের ব্যাপারে হুশিয়ারি বার্তা উচ্চারণের পর ইউক্রেন নেতার এমন আহ্বান উত্তেজনার মুখে পানি ঢেলে দেয়ার সামিল।
জেলানস্কি বলেন, ‘ইউক্রেনের জন্য সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতির অস্থিতিশীলতা।
পশ্চিমা দেশ গুলো বলছে, রাশিয়া ইউক্রেনের সীমান্ত বরাবর লক্ষাধিক সৈন্যে এবং বিভিন্ন ভারি অস্ত্র মোতায়েন করেছে।