ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২১-১১-০৪
  • ৪৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা.মুরাদ হাসান বলেছেন, সাম্প্রদায়িক উস্কানি কোনোভাবে বরদাস্ত  করা হবে না। 
তিনি বলেন, ‘দেশ বিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠীর মদদেই পুজামন্ডপে হামলা হয়েছে। এরা আসলে মানসিক বিকারগ্রস্থ। এসব অপশক্তিকে রুখতে হবে। এদের কোনো ক্ষমা নয়। এরাই ধর্ম নিয়ে রাজনীতি করে দেশকে অস্থিতিশীল করতে চাইছে, বিদেশে দেশের ভাবমূর্তি নষ্ট করছে।’
প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর শেষে আজ মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।  
তিনি বলেন, বাংলাদেশ বিরোধী কিছু চক্র সোস্যাল মিডিয়ায় দেশ নিয়ে অপপ্রচার করছে। যে দেশ ত্রিশ লাখ শহীদের রক্তে অর্জিত, যে দেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ফসল, যে দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পরিচালনায় তলাবিহীন ঝুড়ির অপবাদ থেকে উন্নয়নের মহাসড়কে সেই  দেশে এ অপপ্রচার সহ্য করা হবে না।   
মুরাদ হাসান বলেন, বিদেশে মানুষ কষ্ট করে টাকা রোজগার করে। তারা ভালোবেসে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছে। তারা বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করে লালন করে। বিদেশে বসবাসরত মা বোনেরাও দেশের জন্য সাহসি ভূমিকা পালন করছেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমার অস্তিত্ব আমি বাঙালি,আমি বঙ্গবন্ধুর দেশের নাগরিক। আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। বঙ্গবন্ধু যে সংবিধান রচনা করেছেন সেই সংবিধানে আমি বিশ্বাস করি। বাঙ্গালীর চেতনা, আদর্শ ও দর্শন দেশকে নিয়ে। বঙ্গবন্ধুর চেতনা ও আদর্শ ছাড়া কোনো কিছু নেই। যে যাই বলুক এর বাইরে আমি কিছুই বলবোনা। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা বা অসাম্প্রদায়িক বাংলাদেশ ছাড়া অন্য কিছু নয়।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat