ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২১-১২-১৯
  • ৪৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, নির্বাচন কমিশন গঠনের জন্য বর্তমানে সবচেয়ে গণতান্ত্রিক পদ্ধতি আওয়ামী লীগ সরকার অনুসরন করে আসছে। 
আজ রোববার দুপুরে কুষ্টিয়া শহরের পিটিআই রোডস্থ বাসভবনে সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 
মাহবুব উল আলম হানিফ বলেন, নির্বাচন কমিশন গঠন করার জন্য যে আইন থাকা দরকার সেই আইনটা করা হয়নি।  অতীতে যারা ছিল তারাও কেউ করেনি। আমাদের সরকারের সময় আমরা উদ্যোগ নিয়েছি। আমরা আশা করছি খুব দ্রুতই নির্বাচন কমিশন আইন করা হবে। 
তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে নিরপেক্ষ সরকারের দাবীটা যৌক্তিক নয়, কারণ বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকতে বহুবার বলেছিল দেশে পাগল ও শিশু ছাড়া কোন নিরপেক্ষ ব্যক্তি নেই। 
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে হানিফ বলেন, খালেদা জিয়া একজন দন্ডপ্রাপ্ত আসামী। দন্ড মওকুফ না হওয়া পর্যন্ত তাকে বিদেশে নিয়ে যাওয়ার কোন সুযোগ নেই। রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার পরে উনি যদি ক্ষমা করেন তবেই বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য যেতে পারবেন। 
‘বেগম খালেদা জিয়া এই দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা’ বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের এমন দাবী প্রসঙ্গে হানিফ বলেন, মির্জা ফখরুল ইসলাম হঠাৎ করে আবিস্কার করেছেন বেগম খালেদা জিয়া নাকি দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা। এতে মির্জা ফখরুল সাহেবদের লজ্জা হওয়া উচিৎ। অনেক ইতিহাস আছে। ৭১ সালে বেগম খালেদা জিয়ার যে কাহিনিগুলো আছে সেটা এই প্রজন্মের মানুষরা জানেনা। সেগুলোকে খুচিয়ে  জনগনের সামনে তুলে ধরার জন্যই কি মির্জা ফখরুল এসব কথা বলছেন। 
তিনি বলেন, বেগম খালেদা জিয়া একজন অসুস্থ্য মানুষ এই শারিরিক অসুস্থতার সময় এমন কোন কথা বলা উচিৎ না যেটা নিয়ে তার সম্মান হানি হয়। কিন্তু যদি এই ধরনের নির্লজ্জ মিথাচার করে ইতিহাসকে বিক্রিত করে বেগম খালেদা জিয়াকে এখন জোর করে মুক্তিযোদ্ধা বানানোর চেষ্টা করা হয় তাহলে তো ইতিহাসের এই কথাগুলো অটোমেটিক চলে আসবে। 
এ সময় কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়াম্যান আতাউর রহমান আতা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক মাযহারুল ইসলাম সমুনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে হানিফ মিরপুর উপজেলার ছাতিয়ানে একটি কলেজের নতুন ভবনের উদ্ধোধন করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat