জার্মান, রুশ, ইউক্রেনীয় ও ফরাসি প্রতিনিধিরা বার্লিনে "কঠিন আলোচনা" করার পরে মার্চে আবার আলোচনায় বসতে সম্মত হয়েছে।
ফ্রান্স ও জার্মান আলোচকদের ঘনিষ্ঠ সূত্র শুক্রবার এএফপিকে একথা জানায়।
সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে কথিত ‘নরম্যান্ডি’ ধরণের চতুর্মুখী বৈঠকটি নয় ঘণ্টারও বেশি সময় স্থায়ী হয়।
তারা আরো জানায়, আলোচনা ছিল কঠিন যেখানে সমাধানের জন্য বিভিন্ন অবস্থান ও বিভিন্ন বিকল্প নির্ধারণ করা হয়েছে।
তারা বলেছে, চারটি দেশের অংশগ্রহণকারীরা বিচ্ছিন্নতাবাদী সংঘাতে কিয়েভ ও মস্কোর মধ্যে ২০১৫ সালের মিনস্ক শান্তি চুক্তি মেনে চলতে এবং তা বাস্তবায়নের জন্য জোরালোভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।
রাশিয়া, ইউক্রেন এবং অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কো-অপারেশন ইন ইউরোপ (ওএসসিই)-এর প্রতিনিধিদের নিয়ে ত্রিপক্ষীয় যোগাযোগ গ্রুপের পরবর্তী বৈঠকের পর তারা মার্চে আবার বৈঠক করতে সম্মত হয়েছে।
ইউক্রেন ও রুশ-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে লড়াইয়ের অবসান ঘটানোর লক্ষ্যে ২০১৪ সালে নরম্যান্ডি ধরণের আলোচনা শুরু করা হয়েছিল।
বার্লিন ও প্যারিসের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেন ২০১৫ সালে মিনস্ক চুক্তিতে পৌঁছেছিল। কিন্তু কিয়েভ ও মস্কো বারবার একে অপরকে চুক্তির শর্তাবলী লঙ্ঘনের জন্য অভিযোগ করে আসছে।
সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনের সীমান্তে রাশিয়ার সৈন্য সমাবেশ করার কারণে উত্তেজনা বেড়েছে। পশ্চিমা দেশগুলো আশঙ্কা করছে যে, রাশিয়া তার প্রতিবেশী দেশটিতে অনুপ্রবেশ করার পরিকল্পনা করছে।
ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, বৃহস্পতিবার আলোচনায় বিভিন্ন রাজনৈতিক প্রশ্নের বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে। বৈঠকে বিচ্ছিন্নতাবাদীদের সাথে ইউক্রেনের আলোচনা করা উচিত কিনা, সেইসাথে বন্দীদের মুক্তির মতো মানবিক প্রশ্নগুলিকে কেন্দ্র করে আলোচনা করা হয়।
রাশিয়া আলোচনার বিষয় বস্তুতে সম্মত হয়েছে, তবে বলেছে যে, ইউক্রেনকে সরাসরি বিচ্ছিন্নতাবাদীদের সাথে আলোচনা করতে হবে।
ফ্রান্স সরকারের মুখপাত্র গ্যাব্রিয়েল আটাল ইউরোপ ১ রেডিওকে বলেছেন, পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ, তবে আমরা কূটনৈতিক পর্যায়ে অগ্রগতি লাভ করছি।