সংবিধান সমুন্নত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রেসিডেন্ট এস এম আবুল কালাম আজাদ।
তিনি বলেন, ‘সংবিধান সমুন্নত রাখতে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করছে।’
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে অংশ নিয়ে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের প্রেসিডেন্ট এ অঙ্গীকার ব্যক্ত করেন।
আজ দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সঙ্গে সংলাপে তিনি বলেন, ‘অতীতের সকল সন্দেহ অবিশ্বাস মুক্ত হয়ে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূমিকার দিকে দেশবাসী তাকিয়ে রয়েছে। দেশবাসীর অংশ হিসেবে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ এর প্রত্যাশা, নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে অর্পিত দায়িত্ব পালনে বলিষ্ঠ ভূমিকা পালন করবে। এক্ষেত্রে বিএনএফ নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করতে প্রস্তুত রয়েছে।’
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে সংলাপে অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের সচিবসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিকভাবে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম দিন ৪টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানালেও বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) সংলাপে অংশ নিবে না বলে জানিয়েছে ইসি। আজ সকাল সাড়ে ১০টা থেকে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) মধ্য দিয়ে ধারাবাহিক সংলাপ শুরু হয়। এনডিএম এর পর বেলা সাড়ে ১২টায় বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এর সাথে বৈঠক করে কমিশন। এরপর বাংলাদেশ কংগ্রেস ইসির সাথে সংলাপে বসে।
আগামীকাল ১৮ জুলাই (সোমবার) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, দুপুর ১২টা থেকে ১টা বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, আড়াইটা থেকে সাড়ে ৩টা খেলাফত মজলিস এবং বিকেল ৪টা থেকে ৫টা বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ইসির সঙ্গে সংলাপে বসার কথা রয়েছে।