ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২২-০৭-২৮
  • ৪৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আগামি জাতীয় সংসদ নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে। বিএনপি নির্বাচন করবে কি; করবে না; এটি তাদের নিজস্ব বিষয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আজ বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার পুলিশ লাইনে মহিলা ব্যারাক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, নির্বাচন কমিশন যথাসময়ে নির্বাচনের ব্যবস্থা করবেন। আওয়ামী লীগসহ সবদল নির্বাচনে অংশগ্রহণ করবে। বিএনপি নির্বাচনে আসবে কি; আসবে না; এটি তাদের নিজস্ব বিষয়।
তিনি বলেন, এবার যাতে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয় সেজন্য ইভিএম মেশিন চালু করতে যাচ্ছে কমিশন। প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনকে অনুরোধ করেছেন যাতে ইভিএম মেশিনে নির্বাচন হয়।
ঠাকুরগাঁওয়ে শিশু হত্যা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নির্বাচনে দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছিল। উত্তেজনা থামাতে গিয়ে পুলিশ গুলিবর্ষণ করে। এ ঘটনায় একজন শিশুর মায়ের কুলে মৃত্যু হয়। আমরা এ বিষয়ে তদন্ত করে দেখবো কারো কোন গাফিলতি আছে কিনা। তদন্তে কারো গাফিলতি পাওয়া গেলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জনপ্রতিনিধি বা যেকোন প্রভাবশালী ব্যক্তি বা তার ছেলে কেউ আইনের উর্ধ্বে নয়। আইন কারো জন্য বসে থাকে না। আইন নিজস্ব গতিতে চলে। আইন সবার জন্যই সমান। যারাই অন্যায় করে, দুস্কর্ম করে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী বিচার হচ্ছে। সে হউক শ্রমিকলীগ, ছাত্রলীগ, যুবলীগ বা অন্যকোনো জনপ্রতিনিধি কেউই আইনের উর্ধ্বে নয়।’
এরআগে, মন্ত্রী মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ অলিলা অপালওয়্যার ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
পরে তিনি জেলা পুলিশ অয়োজিত মতবিনিময় সভায় যোগদান করেন।
পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে সভায় স্থানীয় সংসদ সদস্য নেছার আহমদ, সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ ও  জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বক্তৃতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat