আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, বিএনপি সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতিবাজ ও খুনীদের দল। এরা বঙ্গবন্ধুর খুনী। এরা গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে খুন করতে চেয়েছিল।
আজ রোববার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আওয়ামী লীগের কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এস এম কামাল হোসেন বলেন, বিএনপি নতুন করে দেশ নিয়ে আবার ষড়যন্ত্র শুরু করেছে। দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তাদের এই অপপ্রচারের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন।
এছাড়াও এতে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম বক্তব্য রাখেন।
এসময় উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ^াস, সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, পৌর মেয়র হাজী মো. কামাল হোসেন শেখসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের যে উন্নয়ন করেছেন সেজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের জনগণ আওয়ামী লীগকেই ভোট দিবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দেশের মানুষের ভালোবাসা রয়েছে।
তিনি বলেন, শেখ হাসিনা দেশের মানুষের জন্য পদ্মা সেতু করে দিয়েছেন; আইটি পার্ক করে দিয়েছেন; বয়স্ক ভাতা, বিধবা ভাতা করে দিয়েছেন; গরীব ছেলে-মেয়েদের লেখা পড়ার সুযোগ করে দিয়েছেন। করোনার সময়ে কর্মহীন মানুষদের পাশে দাঁড়িয়েছেন। করোনা টিকার ব্যবস্থা করেছেন। তাই আগামীতেও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে।