ব্রেকিং নিউজ :
সবুজ রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সহায়তার প্রতিশ্রুতি সুইডেনের সিটি কর্পোরেশন-জেলা উপজেলা ও পৌরসভায় বসানো হচ্ছে ‘ফুল টাইম’ প্রশাসক : স্থানীয় সরকার উপদেষ্টা দেশের ৮ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার আন্দোলনরত শিক্ষার্থীদের শিক্ষাঙ্গনে ফিরে যাওয়ার অনুরোধ শিক্ষা উপদেষ্টার ৬ষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের তারিখ পুনঃনির্ধারণের প্রচেষ্টা চলছে : মহাসচিব ন্যাশনাল মেরিটাইম পোর্ট স্ট্যাটেজি প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে সরকার : নৌপরিবহন উপদেষ্টা পুলিশের সাবেক ডিসি জসিম উদ্দিন গ্রেফতার, হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে প্রধান উপদেষ্টাকে ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ প্রকৃতি ধ্বংস মানুষের জন্য ‘অস্তিত্বগত সংকট : জাতিসংঘ বলিভিয়ায় পুলিশ ও বিক্ষোভকারিদের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত
  • প্রকাশিত : ২০২৩-১১-০৮
  • ৫৬৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চলমান হরতাল-অবরোধ কর্মসূচিতে গভীর উদ্বেগ প্রকাশ করে ব্যবসায়ীরা বলেছেন, ‘দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিকে ধ্বংস করে এমন কর্মসূচি আমরা চাই না। ‘আমরা হরতাল-অবরোধ চাই না, আমরা ব্যবসা করতে চাই।’
বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় রপ্তানি পদক বিতরণ অনুষ্ঠানে ব্যবসায়ীরা এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম বলেন, ‘আমরা ব্যবসায়ীরা হরতাল-অবরোধ চাই না। আমরা ব্যবসা করতে চাই।’ 
তিনি বলেন, ‘আমরা ব্যবসায়ীরা মনে করি হরতাল-অবরোধের কারণে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়ে। এ ধরনের কর্মসূচিতে আমরা ক্ষতিগ্রস্থ হচ্ছি।’
চলমান হরতাল-অবরোধের কারণে পণ্য পরিহন খরচ বেড়ে গেছে উল্লেখ করে এই ব্যবসায়ী নেতা বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম রুটে এক গাড়ি পণ্য পরিবহন ভাড়া ১৭ হাজার টাকা। কিন্তু চলমান রাজনৈতিক কর্মসূচির কারণে এখন ভাড়া ৩২ হাজার টাকা দিতে হচ্ছে। এই বাড়তি ব্যয় ব্যবসায়ীর পকেট থেকে যাচ্ছে। আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।’
মাহবুবুল আলম জানান, চলমান রাজনৈতিক কর্মসূচি বন্ধের জন্য ইতোমধ্যে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।  
এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এবং দেশের সর্বোচ্চ রপ্তানিকারক প্রতিষ্ঠানের মালিক এ কে আজাদ চলমান রাজনৈতিক কর্মসূচির কঠোর সমালোচনা করে বলেন, এই যে হরতাল-অবরোধ হচ্ছে, ভাংচুর হচ্ছে তাতে দেশের অর্থনীতি ধ্বংস হচ্ছে। ব্যবসায়ী সম্প্রদায়ের পক্ষ থেকে এর প্রতিবাদ করা প্রয়োজন। ব্যবসায়ীদের একত্রিত করে এর প্রতিবাদ জানানোর জন্য তিনি এফবিসিসিআইয়ের বর্তমান সভাপতির প্রতি আহবান জানান।
এফবিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, গত ৫০ বছরে ব্যবসায়ীরা দেশকে অনেক কিছু দিয়েছে। দেশে ব্যবসা করার সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশ থাকলে ব্যবসায়ীরা দেশকে এগিয়ে নিয়ে যাবে বলে তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat