বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার মিজ সারাহ কুক বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন।
তিনি আজ বৃহস্পতিবার চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি পরিদর্শনকালে চিটাগাং চেম্বার পরিচালকম-লীর সাথে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চেম্বার কার্যালয়ে মতবিনিময় সভায় এ অভিমত ব্যক্ত করেন।
চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ যুক্তরাজ্যের সাম্প্রতিক ঘোষণাকৃত জিএসপি ফ্যাসিলিটি ‘ডেভলপমেন্ট কান্ট্রিস ট্রেডিং স্কিম’ (ডিসিটিএস)-এ বাংলাদেশকে ২০২৯ সাল পর্যন্ত শুল্ক ও কোটামুক্ত সুবিধার আওতায় রাখার জন্য ধন্যবাদ জানান।
তিনি চট্টগ্রাম অঞ্চলের ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন ও ভৌগোলিক সুবিধা কাজে লাগিয়ে দক্ষিণ এশিয়ার বৃহৎ শিল্পাঞ্চল-বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে যুক্তরাজ্যের ব্যবসায়ীদের বিনিয়োগের আহবান জানান।
মতবিনিময়কালে সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট তরফদার মো. রুহুল আমিন বলেন, বাংলাদেশের রয়েছে ব্লু ইকোনমির অপার সম্ভাবনা। তাই এ সেক্টরে যুক্তরাজ্যের টেকনোলজি ও প্রযুক্তি সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশী ব্যবসায়ীদের সাথে যৌথ বিনিয়োগের সুযোগ রয়েছে।
এ সময় চেম্বার পরিচালক একেএম আক্তার হাসেন, মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), অঞ্জন শেখর দাশ, মাহফুজুল হক শাহ, আলমগীর পারভেজ, নাজমুল করিম চৌধুরী শারুন, আবু সুফিয়ান চৌধুরী, মোহাম্মদ আকতার পারভেজ, মাহবুবুল হক মিয়া, মোহাম্মদ আদনানুল ইসলাম, মোহাম্মদ মনির উদ্দিন, আখতার উদ্দিন মাহমুদ, ওমর মুক্তাদির এবং ব্রিটিশ হাইকমিশনের ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট ডিরেক্টর ডান পাশাসহ হাই কমিশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।