ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২৫-০৩-০৫
  • ২৩৪৩২৫১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকা ও ইসলামাবাদ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের পরামর্শ সভা আয়োজনের গুরুত্ব নিয়ে আলোচনা করেছে। দেশ দুটির মধ্যে শেষ বৈঠক ২০১০ সালে অনুষ্ঠিত হয়েছিল এবং ২০০৫ সালে যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সফররত অতিরিক্ত সচিব (এশিয়া প্রশান্ত মহাসাগরীয়) ইমরান আহমেদ সিদ্দিকী আজ বুধবার মন্ত্রণালয়ের কার্যালয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করার সময় এই আলোচনা হয় বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, সিদ্দিকী বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে লেখা পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর একটি চিঠি পররাষ্ট্র সচিবের কাছে হস্তান্তর করেন। 

সাক্ষাৎকালে উভয় পক্ষ ২০২৪ সালের ডিসেম্বরে ডি-৮ শীর্ষ সম্মেলনের ফাঁকে কায়রোতে ও ২০২৪ সালের সেপ্টেম্বরে ৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে নিউইয়র্কে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনার কথা স্মরণ করে।

তারা ২০২৪ সালের অক্টোবরে সামোয়ার রাজধানী আপিয়ায় কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এবং পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠকের কথাও স্মরণ করেন।

বাণিজ্য বৃদ্ধি ও বাণিজ্য ঘাটতি কমাতে সহযোগিতা জোরদার করার বিষয়টিও আলোচনায় অন্তর্ভুক্ত ছিল।

উভয় পক্ষই পাকিস্তান থেকে বাংলাদেশে বেশ কয়েকটি বাণিজ্য প্রতিনিধি দলের সাম্প্রতিক সফরে সন্তুষ্টি প্রকাশ করে এবং বাংলাদেশ থেকে পণ্য-নির্দিষ্ট বাণিজ্য প্রতিনিধি দলের পাকিস্তান সফরের গুরুত্বের ওপর জোর দেয়।

এ সময় পর্যটন,দু’দেশের জনগণের মধ্যে যোগাযোগ,সাংস্কৃতিক বিনিময়, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সমস্যা এবং আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা নিয়েও আলোচনা হয়।

সাক্ষাৎকালে সার্ক, ওআইসি ও ডি-৮ এর মাধ্যমে আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করার গুরুত্বও তুলে ধরা হয়।

এ সময় সিদ্দিকীর সাথে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat