চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন বলেছেন, মহিয়ষী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এমনই একজন নারী যিনি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় তার স্বামীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বটবৃক্ষের ছায়ায় প্রশান্তি, সাহস ও প্রেরণা যুগিয়েছিলেন। তাই বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব বাংলাদেশের স্বাধীনতার একটি অবিচ্ছেদ্য অংশ।
বঙ্গমাতা শহীদ শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী পালনোপলক্ষে আলহাজ এবিএম মহিউদ্দিন চৌধুরীর চশমা হিলস্থ বাসভবনে আজ সকালে চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি একথা বলেন।
স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর নীলু নাগের সঞ্চালনায় বঙ্গমাতা শহীদ শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি মমতাজ খান, যুগ্ম সাধারণ সম্পাদক মালেকা চৌধুরী, হাসিনা আকতার টুনু, হুরে আরা বিউটি, লায়লা আক্তার এটলী, শারমিন ফারুক, আয়েশা আলম, ফাতেমা আকতার, আঞ্জুমানা আরা বেগম, আয়েশা আক্তার পান্না, ইশরাত জাহান, মনোয়ারা বাহাদুর, আয়েশা ছিদ্দিকা, জেনিফার, পারভিন সুলতানা, শিরীন আক্তার শিল্পী, আফরিন জাহান, মনিষা, কান্তা ইসলাম মিনু, আফরোজা খানম, আফরিন জাহান, নাসিমা বেগম, শাহীন ফেরদৌস, শবনম ফেরদৌস, শিল্পী বড়ুয়া প্রমুখ।
হাসিনা মহিউদ্দিন বলেন, বঙ্গমাতা পরম মমতায় নিজের সন্তানকে মানুষ করেছেন। বঙ্গবন্ধু যখন কারারুদ্ধ তখন দলীয় নেতা-কর্মীদের লালন পালন করেছেন ও খোঁজ-খবর নিয়েছেন। কারারুদ্ধ বঙ্গবন্ধুর সকল নির্দেশনা তিনি দলের তৃণমূল স্তরে পৌঁছে দিয়েছেন। এমনকি দেশের কোন্ পরিস্থিতিতে কি করণীয় সে ব্যাপারেও বঙ্গবন্ধুকে পরামর্শ দিয়েছেন। তিনি আরও বলেন, আমরা যারা রাজনীতি করি, বিশেষ করে নারীরা, বেগম মুজিবের জীবনধারা অনুসরণ করে যেসকল পুরুষ জাতিকে এগিয়ে নিতে লড়াই সংগ্রাম করছেন তাদেরকে প্রাণিত করতে হবে সংকট উত্তোরণের শক্তি ও সাহস যোগাতে হবে।
এদিকে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী, বঙ্গমাতা শহীদ শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী পালনোপলক্ষে আগামীকাল ৮ আগস্ট রোববার সকাল ৯ টায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে খতমে কোরআন, দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। একই কর্মসূচি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আওতাধীন ১৫ টি থানা ও ৪৩ টি সাংগঠনিক ওয়ার্ড পর্যায়ে পালনের জন্য চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বিশেষভাবে আহ্বান জানিয়েছেন।