পিলখানায় বর্বরোচিত হত্যাকান্ডে শহীদ সেনা কর্মকর্তাদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি.এম.কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
আজ সকাল ১১টার দিকে বনানীতে সামরিক কবরস্থানে শহীদ সেনা কর্মকর্তাদের সমাধিতে ফুল দিয়ে তারা এই শ্রদ্ধা নিবেদন করেন।
জাতীয় পার্টির নেতৃবৃন্দ সেনা কর্মকর্তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন। পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী মোনাজাত পরিচালনা করেন।
এসময় পিলখানা হত্যাযজ্ঞের শিকার বিডিআর-এর মহাপরিচালক শহীদ মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদ ও শহীদ কর্নেল কুদরত ইলাহীর ছেলে সাকিব রহমান, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, পার্টির নেতা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, আহসান আদেলুর রহমান এমপি প্রমুখ উপস্থিত ছিলেন ।