ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২২-০৩-১১
  • ৩৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশের নারীরা বিশ^জয় করে চলেছে। শুক্রবার শরীয়তপুরের নড়িয়ায় যুব মহিলালীগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপমন্ত্রী বলেন- আমাদের মা-বোনরা শুধু উদ্যোক্তা হিসেবেই নয় সাহিত্য-সংস্কৃতি ও খেলাধুলাসহ নানা ক্ষেত্রে বিশ্বজয় করে চলেছেন। আর এর মূল উদ্যোক্তাই হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা। তিনি মায়ের ভুমিকায় দেশ পরিচালনার ফলেই সম্ভব হয়েছে বাংলার নারীদের বিশ^ জয়ী সাফল্য। উন্নয়নের অগ্রযাত্রার সাথে নারীদেরকে সরাসরি সম্পৃক্ত করার ফলেই নারীরাও পেয়েছেন অবারিত সুযোগ। নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিমধ্যে চারবার দায়িত্ব পালন শেখ হাসিনাকে বিশ^ব্যাপী নিয়ে গেছে অন্য উচ্চতায়। নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য গ্লোবাল সামিট অব উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড সহ নানান পদকে ভূষিত হয়েছেন বঙ্গবন্ধু কন্যা। প্রধানমন্ত্রীর এ সাফল্য বাংলাদেশের নারীদেরকেও করেছে উজ্জীবিত। 
এনামুল হক শামীম বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মহামারীকালীন নারী উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে প্রণোদনা প্রদানসহ নানা রকম সুবিধা সম্প্রসারিত করেছেন। যার সুফল হিসেবে নারীরা এখন স্ব-স্ব যোগ্যতায় প্রতিভার স্বাক্ষর রাখছেন, এগিয়ে যাচ্ছেন দুর্বার গতিতে। অর্থনৈতিকভাবে নারীদের শক্তিশালী ভীত তৈরী হওয়ার কারনে সামাজিক, পারিবারিক ও জাতীয় উন্নয়নে এখন তারা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। 
শরীয়তপুর জেলা যুব মহিলা লীগের আহবায়ক ফাতেমা আক্তার শিল্পীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় যুব মহিলালীগের সহ-সভাপতি সেলিনা রহমান, জেলা যুব মহিলা লীগের যুগ্ম-আহবায়ক আকলিমা আক্তার বাবলী, অমিতা রাণী চন্দ্্রা, শাহিনা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন, উপদেষ্টা জোবায়দা হক অজান্তা, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, সদস্য এনায়েত উল্যাহ মুন্সী, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন, সহ-সভাপতি বাদশা শেখ প্রমুখ।
এসময় আসমা আক্তারকে সভাপতি ও জুলিয়া হাসান পারুকে সাধারণ সম্পাদক করে ৮১ সদস্য বিশিষ্ট নড়িয়া উপজেলা যুবলীগের কমিটি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat