বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টারের ১৮তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।
আজ সকালে আওয়ামী লীগের পক্ষ থেকে গাজীপুরে তার সমাধীতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে পারিবারিকভাবে আয়োজিত আলেচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
শহিদ আহসান উল্লাহ মাস্টার এমপি স্মৃতি পরিষদের প্রধান পৃষ্টপোষক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপির সভাপতিত্বে সভা শেষে দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়।
অন্যান্যের মধ্যে আহসান উল্লাহ মাস্টারের সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেন নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকী এমপি, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ এমপি, শামসুন নাহার ভূইয়া এমপি, অধ্যাপক রুমানা আলী টুসি এমপি, জেলা পরিষদের প্রশাসক আখতার উজ্জামান, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, সিটি কর্পোরেশনের প্যাানেল মেয়র আবদুল আলিম মোল্লা, গাজীপুর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, সাবেক সচিব ও জাতীয় পার্টির মহানগর কমিটির সভাপতি এমএম নিয়াজ উদ্দিন,জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. আজম খসরু ও সাবেক সভাপতি আবদুল মতিন মাস্টার, যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন মহি এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জামিল হাসান দুর্জয় প্রমুখ।
আজ শনিবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের হায়দরাবাদ গ্রামে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শহীদ আহসান উল্লাহ মাস্টারের বড় ছেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি এবং যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন। এ সময়ে মন্ত্রণালয় এবং বিভিন্ন দপ্তর ও সংস্থার উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগর এবং আওয়ামী লীগসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুব লীগ, কৃষক লীগ, ছাত্র লীগ, গাজীপুর সাংবাদিক ইউনিয়ন, গাজীপুর প্রেসক্লাব, জনকল্যাণ সমিতি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে মরহুমের আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়।
উল্লেখ্য, ২০০৪ সালের ৭ মে বিএনপি জোট সরকারের আমলে একদল সন্ত্রাসী নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে ।