ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২৩-০২-১৯
  • ৩২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকান্ডের কারনে জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে ‘বিএনপি এখন পথহারা’।
আজ রোববার বিকেলে রাজধানীর খিলগাঁও মডেল কলেজ মাঠে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তিনটি থানার ১২টি ওয়ার্ডের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, ‘আমরা এতিম হই নাই, বিএনপি-জামায়াত এতিম হয়ে গেছে। আমরা দিশেহারা হই নাই, তারা পথহারা হয়ে গেছে। তাদের নিজেদের অস্তিত্ব বিপন্ন হয়ে গেছে। কারণ বাংলাদেশের মানুষের আস্থায় বিএনপি-জামায়াত নাই। তাদের দুর্নীতি, স্বজনপ্রীতি, সন্ত্রাসী কর্মকান্ড, অগ্নিসন্ত্রাস, মানুষ পুড়িয়ে মারার রাজনীতি বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে।’
আওয়ামী লীগ গণতন্ত্র শক্তিশালী করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের আদর্শকে ধারন করে এগিয়ে যাবে মন্তব্য করে তিনি বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন নির্বাচন দেবে, সেই নির্বাচনে আমরা অংশগ্রহন করবো।
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহনমূলক হবে প্রত্যাশা ব্যক্ত করে নাছিম বলেন, সব রাজনৈতিক দলের প্রতি আমাদের আহ্বান, সেই নির্বাচনে সবাই অংশ নেবে। যদি কেউ সুষ্ঠু, অবাধ নির্বাচনে বাধা সৃষ্টি করে, সন্ত্রাসী কার্যক্রম করে এবং বাংলাদেশের ক্ষতি করতে চায়; তাদের বিরুদ্ধে দেশের সচেতন নাগরিকদের নিয়ে সতর্ক অবস্থান নিয়ে আমরা তাদের প্রতিহত করবো।
আওয়ামী লীগ সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করে না জানিয়ে দলের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ষড়যন্ত্রের রাজনীতির সাথে আওয়ামী লীগ কখনো জড়িত হয় নাই। আওয়ামী লীগের ইতিহাস গণতন্ত্রের ইতিহাস, লড়াই সংগ্রামের ইতিহাস। বাংলাদেশ আরো এগিয়ে যাচ্ছে, উন্নয়ন সমৃদ্ধির পথে হাঁটছে যার নেতৃত্ব দিচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপনের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন ঢাকা ৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেসবাউল হক সাচ্চু, সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক তারিখ সাঈদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat