রোজার বাড়তি চাহিদায় শশা, লেবু ও বেগুনের দাম চড়া। বেগুন কেজি প্রতি ৮০ থেকে ১০০ টাকা ও লেবু প্রতি হালি ৪০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
রোজার ২য় দিনে রাজধানীর বাজারগুলোতে ঘুরে দেখা যায়, কিছুটা কমেছে ছোলা, মশুড় ডালের দাম। মশুড় ডাল কেজি প্রতি ১৩০ টাকা দরে, প্রতি লিটার সয়াবিন তেল ১৮৫ টাকা ও কাঁচা মরিচ কেজি প্রতি ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এদিকে, রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজারে আটাশ ব্রি চাল কেজি প্রতি ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজ কেজি প্রতি ৩৬ টাকা, প্যাকেট জাত চিনি ১১২ টাকায় পাওয়া যাচ্ছে।
বাজারে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৪৮টাকায়। ব্রয়লার মুরগী ২৬০টাকা, গরু ৭৫০ টাকা ও খাসীর মাংস কেজি প্রতি ১০৫০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে দ্বিতীয় দিনে নিত্যপণ্যের বাজারে বেশ কিছু পণ্যের দাম কমেছে বলে বলছেন বিক্রেতারা।