অধিকৃত পশ্চিম তীরে নিজেদের গুলিতে ইসরায়েলী ২ কমান্ডো অফিসার নিহত হয়েছে।
সামরিক বাহিনী বৃহস্পতিবার টুইটার বার্তায় জানিয়েছে, দুই অফিসার জর্ডান উপত্যকায় তাদের ঘাঁটির চারপাশে টহল দিচ্ছিলেন। এ সময় ভুলভাবে শনাক্ত হয়ে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে তারা নিহত হয়েছেন।
প্রতিরক্ষা মন্ত্রী বেনি গ্যান্টজ বলেন, আজ সকালে ইউনিট ইগোজের দুই কর্মকর্তার মৃত্যুর ঘোষণায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। এ দুর্ঘটনার বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
ইগোজ হচ্ছে ইসরায়েলি সেনাবাহিনীর একটি বিশেষায়িত বিদ্রোহী বিরোধী এলিট কমান্ডো ইউনিট।
প্রধানমন্ত্রী নাফতালি বেনেট শোক জানিয়েছেন।
তদন্তকারীদের মতে, অফিসারর স্থানীয় সময় রাত ১১টায় (গ্রিনিজ মান সময় ২১০০ টায়) তাদের কোয়ার্টার ছেড়ে একটি প্রশিক্ষণ এলাকায় চলে যান এবং সম্ভবত টহল দিতে বেড়িয়ে পরেন।
কিছুক্ষণ পরে, তারা সন্দেহভাজন ব্যক্তির উপস্থিতি অনুমান করে সতর্কতামূলক গুলি ছোঁড়েন।
কাছাকাছি টহলরত একই ইউনিটের এক সৈনিক তার যে অফিসার তা বুঝতে না পেরে তাদের দুজনকে গুলি করে হত্যা করে।