আফ্রিকায় গত বুধবার পর্যন্ত কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩ লাখ ৭৩ হাজার ৩৬২ জনে। আফ্রিকা সেন্টারর্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (আফ্রিকা সিডিসি) এ কথা জানায়।
বিশেষায়িত হেলথ কেয়ার এজেন্সি অব আফ্রিকান ইউনিয়ন (এইউ) বলেছে, মহাদেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮২১ জন এবং করোনা থেকে মুক্ত হয়েছে ৯২ লাখ ৮৯ হাজার ৬৭৪ জন।
আফ্রিকা সিডিসি’র হিসাবে বলা হয়, আফ্রিকার দেশগুলোতে এ পর্যন্ত ৯ কোটি ২৭ লাখ ৫ হাজার ৭০৩ জনের কোভিড-১৯ টেস্ট সম্পন্ন হয়েছে।
বিশ্বে মোট করোনা আক্রান্তের মধ্যে আফ্রিকা মহাদেশ আক্রান্তের হার ৩.৩ শতাংশ এবং বিশ্বে কোভিডে মোট মৃত্যুর ৪.২ শতাংশ আফ্রিকায়।