ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২৩-০৬-২০
  • ৩৪৫০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিঙ্কেনের চীন সফরকালে দু’ দেশ উত্তেজনামূলক সম্পর্ককে স্থিতিশীল করার দিকে নজর দিলেও মূল সমস্যাগুলো অমিমাংসীতই রয়ে গেছে।
তাই সম্পর্ক এখনও ঝুঁকিপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা।
তারা ব্লিঙ্কেনের সফর থেকে তেমন কোন গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখছেন না। বিশ্লেষকরা বলছেন,সফরকালে কেবলমাত্র সাধারণ কিছু অঙ্গীকার ও আশ্বাসই করা হয়েছে।
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সোমবার ব্লিঙ্কেনের সফরের একেবারে শেষ পর্যায়ে তার সঙ্গে সাক্ষাত করেছেন। তিনি এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন উভয়ে দীর্ঘ প্রতীক্ষিত ব্লিঙ্কেনের সফরকে ইতিবাচক বর্ণনা করে একে সম্পর্ক স্বাভাবিক করার অগ্রগতির আভাস বলে উল্লেখ করেছেন।
বেইজিংয়ে ব্লিঙ্কেন সাংবাদিকদের বলেছেন, এটি খুবই স্পষ্ট যে অস্থিতিশীল পর্যায়ে থাকা সম্পর্কটিকে স্থিতিশীল করার প্রয়োজনীয়তা উভয়ে স্বীকার করে নিয়েছে।
শি’র সাথে গ্রেট হল অব দ্য পিপল-এ ৩৫ মিনিটের বৈঠক শেষে অ্যান্টনি ব্লিঙ্কেন আরো বলেছেন, ‘আমি যেটাতে জোর দিয়েছি ঊর্ধ্বতন স্তরে টেকসই যোগাযোগই হচ্ছে পার্থক্যগুলো কাটিয়ে ওঠার এবং প্রতিযোগিতা যাতে সংঘাতের দিকে না যায় তা নিশ্চিত করার সর্বোত্তম উপায়।’
কিন্তু ৬১ বছর বয়সী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ‘চীন সম্পর্কে তার ‘পরিষ্কার দৃষ্টিভঙ্গি’ রয়েছে এবং ‘চীনের অনেক ইস্যুতে আমরা গভীরভাবে এমনকি তীব্রভাবে দ্বিমত পোষণ করি।’
গত প্রায় পাঁচ বছরের মধ্যে চীনে কোনো শীর্ষ মার্কিন কূটনীতিকের এটিই প্রথম সফর। এছাড়া যুক্তরাষ্ট্রে বাইডেন সরকার ক্ষমতায় আসার পর ব্লিঙ্কেনই সবচেয়ে সিনিয়র নেতা যিনি চীন সফর করলেন।
কিন্তু এ সফরকালে ট্রাম্প-আমলের বাণিজ্য যুদ্ধ, তাইওয়ানকে নিজেদের বলে বেইজিংয়ের জোরালো দাবি এবং চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রে কথিত চীনা গুপ্তচর বেলুন উড্ডয়নের প্রেক্ষাপটে কার্যত ভেঙে পড়া বেইজিং ও ওয়াশিংটনের সম্পর্কে কতোটুকু ইতিবাচকতার আভাস পাওয়া গেছে সে সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে যুক্তরাষ্ট্রের জার্মান মার্শাল ফান্ডের চীনা বিশেষজ্ঞ বন্নি গ্লেসার বলেছেন, আগামী বছর তাইওয়ানে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ প্রেক্ষাপটে চীন আরো সতর্ক হয়ে উঠেছে।
তিনি বলেন, দু’পক্ষ মূলত সম্পর্ক স্থিতিশীল করার উপায় খুঁজতে সম্মত হয়েছে। তবে তারা এ লক্ষে পৌছাবে তার কোন নিশ্চয়তা নেই।
গ্লেসার বলেন, যুক্তরাষ্ট্র যেখানে ক্রমবর্ধমান প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাওয়ার কথা বলে সেখানে শি বড়ো দেশগুলোর মধ্যে প্রতিযোগিতা এড়িয়ে চলার কথা বলেন।
তাইওয়ান মূলত যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বিরোধের সবচেয়ে বড়ো ইস্যু এবং এই ইস্যুতে উভয় দেশের বিরোধ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর আশঙ্কাও রয়েছে।  চীন স্ব-শাসিত তাইওয়ানকে একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসাবে দেখে এবং একে পূর্ণ নিয়ন্ত্রণে নিতে চায়।
কিন্তু তাইওয়ান তার নিজস্ব সংবিধান এবং নেতাদের সাথে চীনের মূল ভূখন্ড থেকে নিজেকে আলাদা মনে করে। আর শি জিনপিং ইঙ্গিত দিয়েছেন, তিনি তার মেয়াদেই তাইওয়ানকে বেইজিংয়ের নিয়ন্ত্রণে নিতে চান।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত বছর বলেছেন, চীন আক্রমণ চালালে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে রক্ষা করবে। শি বাইডেনের এ মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছিল।
কিন্তু সোমবার অ্যান্টনি ব্লিঙ্কেন জোর দিয়ে বলেছেন, ওয়াশিংটন তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করে না। তিনি বলেন, চীনও কিছু আশ্বাস দিয়েছে। একইসঙ্গে ইউক্রেনে ব্যবহার করার জন্য রাশিয়াকে প্রাণঘাতী অস্ত্র সাহায্য না করারও অঙ্গীকার করেছে বেইজিং।
ভাইস প্রেসিডেন্ট থাকার সময় থেকেই শি ও বাইডেন একে অপরকে ভালো করে চেনেন। গত বছর বালিতে উভয় নেতার প্রথমবার সাক্ষাত ঘটে। তারা উভয়ে সে সময়ে উত্তেজনা কমিয়ে আনতে সম্মত হন।
কিন্তু বালির এ সুবাতাস বেশি সময় টেকে নি। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় একটি সন্দেহভাজন চীনা গুপ্তচর বেলুন উড়ে যাওয়ার প্রেক্ষাপটে দু’ দেশের সম্পর্কে আকস্মিক ভাঙন আরো তীব্র হয়। সে সময়ে চীনে ব্লিঙ্কেনের সফরে যাওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়।
ব্লিঙ্কেনের সফরের মধ্য দিয়ে দু’ দেশের সম্পর্ক কতোটুকু গতি পাবে এ প্রসঙ্গে চীনের রেনমিন ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শি ইয়ানহং বলেন, ‘ব্লিঙ্কেনের সফরের পরও সম্পর্ক এখনও ঝুঁকিপূর্ণ।’
তিনি বলেন, বৃহত্তর যোগাযোগ ও সংকীর্ণ সহযোগিতা অবশ্যই ইতিবাচক, যদিও তা দৃঢ়ভাবে বাস্তবায়ন করা কঠিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat